হোম > খেলা > ফুটবল

হাল না ছাড়ার মানসিকতা ধরে রাখতে বললেন রোনালদো 

পিছিয়ে থেকে ম্যাচ জয়ের ঘটনা এখন খুবই চেনা পরিচিত দৃশ্য। তবে গতকাল যেভাবে আল-নাসর জয় পেয়েছে, তা রূপকথার গল্পকেও হার মানানোর মতো। সতীর্থদের এভাবেই শেষ অবধি লড়ে যাওয়ার মানসিকতা ধরে রাখতে বললেন ক্রিস্টিয়ানো রোনালদো।

গতকাল কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল-নাসর ও আল-বাতিন। ম্যাচের ১৭ মিনিটে রেনজো লোপেজের গোলে এগিয়ে যায় আল-বাতিন। এরপর ম্যাচ যেভাবে এগোচ্ছিল, তাতে আল-নাসরের পরাজয় ছিল সময়ের ব্যাপার। ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল আল-নাসর। আর অতিরিক্ত সময়ের পর থেকেই আল-নাসরের প্রত্যাবর্তন শুরু। যোগ করা সময়ের ৩ মিনিটে আল-নাসরকে সমতায় ফেরান আব্দুর রহমান ঘারিব। ১২ মিনিটে মোহাম্মদ আল-ফাতিলের গোলে এগিয়ে যায় আল-নাসর। ১৪ মিনিটে আল-নাসরের তৃতীয় গোল করেন মোহাম্মদ মারান। শেষ পর্যন্ত আল-বাতিনের বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত এক জয় পায় আল-নাসর। আল-নাসরের এই অবিশ্বাস্য জয়ে ম্যাচ শেষে টুইটারে রোনালদো লিখেছেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখতে হবে। এগিয়ে যাও।’

অসাধারণ এই জয়ে সৌদি প্রো লিগে শীর্ষস্থান আরও একটু পাকাপোক্ত করল আল-নাসর। ১৯ ম্যাচ শেষে রোনালদোদের পয়েন্ট ৪৬। দুইয়ে থাকা আল–ইতিহাদের পয়েন্ট ৪৪।

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে