হোম > খেলা > ফুটবল

মেসির সঙ্গে ঝগড়ার পর বর্ণবাদের শিকার রদ্রিগোর পাশে নেইমার

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে আলোচনা তো থামছেই না। মারাকানায় বুধবার বাংলাদেশ সময় ভোরে আয়োজিত সুপারক্লাসিকো বলতে গেলে পুরোটা সময় জুড়েই ছিল উত্তপ্ত। উত্তপ্ত ম্যাচ নিয়ে বেরিয়ে আসছে একের পর এক ঘটনা। 

বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে মারাকানায় ফুটবলের চেয়ে শারীরিক শক্তি প্রদর্শনেই যেন বেশি ব্যস্ত ছিলেন খেলোয়াড়েরা। ম্যাচ চলা অবস্থায় ফুটবলারদের মধ্যে চলে কথার লড়াই। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওআইসির প্রতিবেদন অনুযায়ী, লিওনেল মেসি ও রদ্রিগো দি পলের সঙ্গে কথার লড়াই হয়। আর্জেন্টাইন দুই ফুটবলারকে উদ্দেশ্য করে রদ্রিগোর ‘কাপুরুষ’ শব্দ বলার কথা শোনা যায়। এর পরই মেসি জবাব দিয়েছেন এই বলে, ‘আমরা বিশ্বচ্যাম্পিয়ন। কীভাবে আমরা কাপুরুষ? নিজের মুখের দিকে তাকাও।’ এরপর ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে রদ্রিগোকে উদ্দেশ্য করে ভক্ত-সমর্থকেরা নানা রকম বর্ণবাদী মন্তব্য করতে থাকেন। ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড পরশু রাতে এক স্ট্যাটাস দিলে তা ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। চোটে পড়ায় নেইমার এই ম্যাচে খেলতে না পারলেও সতীর্থের পাশে দাঁড়িয়েছেন। ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, ‘তোমার সাফল্য অনেকের সহ্য হচ্ছে না। কখনো থামবে না।’ 

এর আগে ভিনিসিয়ুস জুনিয়রের বর্ণবাদ নিয়ে পুরো বিশ্ব উত্তাল হয়ে উঠেছিল। এরপর গত পরশু ইনস্টাগ্রামে রদ্রিগোর স্ট্যাটাস যেন বর্ণবাদীদের ভয়ংকর আচরণ সম্পর্কে সবাইকে স্পষ্ট অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। ২২ বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবলার লিখেছেন, ‘বর্ণবাদীরা সব সময় তৎপর। আমার সামাজিক মাধ্যম আজেবাজে মন্তব্যে ভরে গেছে। তাদের চাওয়া-পাওয়া অনুযায়ী কিছু যদি না করি, যদি আমাদের পোশাক তাদের বিরক্তির কারণ হয়, আক্রমণের শিকার হওয়ার পর যখন আমরা মাথা নত না করি, বর্ণবাদীরা তখনই অপরাধমূলক কাজে তৎপর হয়ে ওঠে। তবে এটা তাদের দুর্ভাগ্য যে আমরা থামব না।’ এরপর রদ্রিগোর বাবা এরিক গোয়েজ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এই ছেলে কারও সঙ্গে ঝামেলায় জড়ায় না।’

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন