হোম > খেলা > ফুটবল

রিয়াল ছাড়ছেন জিদান!

ঢাকা: গুঞ্জন চলছিল, খুব শিগগির জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন! অবশেষে গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, লা লিগায় নিজেদের শেষ দুই ম্যাচ পরই রিয়ালকে বিদায় বলতে যাচ্ছেন জিজু। শোনা যাচ্ছে, ফরাসি বিশ্বকাপজয়ী কিংবদন্তি যোগ দিতে যাচ্ছেন জুভেন্টাসে।

চলতি মৌসুমটা জিদানের কাছে হতাশার এক মৌসুমে পরিণত হয়েছে। চোটজর্জর দলকে সামলাতে যেন ক্লান্ত হয়ে পড়েছেন! ১০ মে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগে শিরোপার দৌঁড় থেকে ছিটকে যায় রিয়াল। গত সোমবার সেভিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র। মূলত এই ড্রয়েই লা-লিগার শিরোপা জয়ের কঠিন হয়ে ওঠে রিয়ালের। আর এটিই নাকি তাঁর পদত্যাগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে শোনা যাচ্ছে। সান মেমিস স্টেডিয়ামে বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেছেন, ‘সময় থাকতে থাকতে পদত্যাগ করাই আমার কাছে যুক্তিযুক্ত।’

জিদানের কোচ হয়ে আসার পরই যেন বদলাতে শুরু করে রিয়াল। তাঁর অধীনে লস ব্লাঙ্কোসরা জিতেছে ১১টি শিরোপা। এর মধ্যে রয়েছে ২০১৬, ২০১৭, ২০১৮—হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ আর ২০১৭ ও ২০২০ লা লিগা শিরোপা।

জিদান যে রিয়াল থেকে এবারই প্রথম পদত্যাগ করেছেন তা নয়, ২০১৮ সালেও একবার করেছিলেন। এক বছর পর ২০১৯ সালে আবারও ফিরে আসেন চেনা ঘরে। রিয়াল লা-লিগার শিরোপা জিতুক আর না জিতুক, এই মৌসুমে কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন জিদান—এটা অনেকটাই নিশ্চিত। তাঁর বিকল্প অবশ্য আগে থেকেই ভেবে রেখেছে রিয়াল। এ তালিকায় সবার ওপরে আছেন রাউল গঞ্জেলস। আরও আছেন ম্যাসিমিলানো অ্যালিগ্রি ও জোয়াকিম লোর মতো তারকা কোচরা।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো