হোম > খেলা > ফুটবল

রিয়াল ছাড়ছেন জিদান!

ঢাকা: গুঞ্জন চলছিল, খুব শিগগির জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন! অবশেষে গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, লা লিগায় নিজেদের শেষ দুই ম্যাচ পরই রিয়ালকে বিদায় বলতে যাচ্ছেন জিজু। শোনা যাচ্ছে, ফরাসি বিশ্বকাপজয়ী কিংবদন্তি যোগ দিতে যাচ্ছেন জুভেন্টাসে।

চলতি মৌসুমটা জিদানের কাছে হতাশার এক মৌসুমে পরিণত হয়েছে। চোটজর্জর দলকে সামলাতে যেন ক্লান্ত হয়ে পড়েছেন! ১০ মে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগে শিরোপার দৌঁড় থেকে ছিটকে যায় রিয়াল। গত সোমবার সেভিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র। মূলত এই ড্রয়েই লা-লিগার শিরোপা জয়ের কঠিন হয়ে ওঠে রিয়ালের। আর এটিই নাকি তাঁর পদত্যাগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে শোনা যাচ্ছে। সান মেমিস স্টেডিয়ামে বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেছেন, ‘সময় থাকতে থাকতে পদত্যাগ করাই আমার কাছে যুক্তিযুক্ত।’

জিদানের কোচ হয়ে আসার পরই যেন বদলাতে শুরু করে রিয়াল। তাঁর অধীনে লস ব্লাঙ্কোসরা জিতেছে ১১টি শিরোপা। এর মধ্যে রয়েছে ২০১৬, ২০১৭, ২০১৮—হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ আর ২০১৭ ও ২০২০ লা লিগা শিরোপা।

জিদান যে রিয়াল থেকে এবারই প্রথম পদত্যাগ করেছেন তা নয়, ২০১৮ সালেও একবার করেছিলেন। এক বছর পর ২০১৯ সালে আবারও ফিরে আসেন চেনা ঘরে। রিয়াল লা-লিগার শিরোপা জিতুক আর না জিতুক, এই মৌসুমে কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন জিদান—এটা অনেকটাই নিশ্চিত। তাঁর বিকল্প অবশ্য আগে থেকেই ভেবে রেখেছে রিয়াল। এ তালিকায় সবার ওপরে আছেন রাউল গঞ্জেলস। আরও আছেন ম্যাসিমিলানো অ্যালিগ্রি ও জোয়াকিম লোর মতো তারকা কোচরা।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার