হোম > খেলা > ফুটবল

এমবাপ্পেকে না পেয়ে হতাশ নয় রিয়াল 

গ্রীষ্মকালীন দলবদলের শেষ মুহূর্ত পর্যন্ত নাটক জমিয়ে রেখেছিলেন কিলিয়ান এমবাপ্পে। তাঁকে নিয়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও রিয়াল মাদ্রিদের মধ্যকার টানাটানি ছিল দলবদলের অন্যতম আকর্ষণ। এমবাপ্পে নিজেও চেয়েছিলেন রিয়ালে যেতে। পিএসজির সঙ্গে দর-কষাকষিতে না মেলায় শেষ পর্যন্ত রিয়ালে আসা হয়নি এই ফরাসি স্ট্রাইকারের। তবে এমবাপ্পেকে না পেয়ে রিয়াল হতাশ হয়ে পড়েনি বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। 

দলবদলের শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিল এমবাপ্পের রিয়ালে আসার প্রসঙ্গ। এমবাপ্পেকে পেতে দুই দফায় ১৬০ ও ১৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও দিয়েছিল রিয়াল। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি পিএসজি। শেষ মুহূর্ত পর্যন্ত রিয়াল সমর্থকেরা এমবাপ্পের অপেক্ষায় ছিল। কিন্তু আলোচিত এই দলবদলটি আর আলোর মুখ দেখেনি। 

সমর্থকেরা হতাশ হলেও এমবাপ্পেকে না পেয়ে রিয়াল মাদ্রিদ হতাশ নয় বলে জানিয়েছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেছেন, ‘এটা নিয়ে দলে কোনো হতাশা নেই। তবে সে একজন দুর্দান্ত খেলোয়াড়। আমরা তাকে শুভকামনা জানাতে চাই। আমাদের দলও বেশ শক্তিশালী।’

এবার না পারলেও জানুয়ারিতে আবারও এমবাপ্পেকে কিনতে মাঠে নামতে পারে রিয়াল। এমবাপ্পেরও ইচ্ছা স্বপ্নের ক্লাবে যাওয়ার। এখন দুই পক্ষের ইচ্ছার মাঝে পিএসজি নতুন কি সমীকরণ নিয়ে হাজির হয় সেটিই দেখার অপেক্ষা।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী