হোম > খেলা > ফুটবল

মেসি-এমবাপ্পেকে হারিয়ে বর্ষসেরা হালান্ড

লিওনেল মেসির কাছে সোনায় মোড়ানো এক বছর ছিল ২০২২ সাল। গত বছর নিজের আজন্ম স্বপ্ন বিশ্বকাপ জেতার পর একে একে প্রায় সব ব্যক্তিগত পুরস্কারই জিতেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তারই ধারাবাহিকতায় গত বছর আইএফএফএইচএসের তিনটি পুরস্কার জিতেছিলেন তিনি।

আইএফএফএইচএস হচ্ছে—ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস। ফুটবলের ইতিহাস ও রেকর্ড সংরক্ষণ করে রাখা সংস্থাটির দেওয়া বর্ষসেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও সেরা আন্তর্জাতিক গোলদাতার পুরস্কার জিতেছিলেন তিনি। কিন্তু এবার হয়তো খালি হাতেই থাকতে হতে পারে।

গত পরশু আইএফএফএইচএসের ২০২৩ সালের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন আর্লিং হালান্ড। ফুটবল সাংবাদিক ও সাবেক ফুটবলারদের ভোটে নরওয়েজিয়ান ফরোয়ার্ড পেছনে ফেলেছেন মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে। ২০৮ পয়েন্টে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড। তাঁর ধারেকাছে নেই এমবাপ্পে-মেসি। এমবাপ্পের ১০৫ পয়েন্টের বিপরীতে মেসি পেয়েছেন ৮৫। অন্যদিকে এ বছর ৫৩ গোলে সর্বোচ্চ গোলদাতা হওয়া ক্রিস্টিয়ানো রোনালদো শীর্ষ দশেও ছিলেন না।

হালান্ডের সেরা হওয়াটা অবশ্য বলা যায় চূড়ান্তই ছিল। সিটিকে ট্রেবলের পর উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জেতাতে অবিশ্বাস্য অবদান রেখেছেন তিনি। এখন পর্যন্ত এ বছর ৬০ ম্যাচে ৫০ গোল করেছেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড, যার স্বীকৃতিস্বরূপ নরওয়ে ও ম্যানসিটির প্রথম খেলোয়াড় হিসেবে বর্ষসেরার পুরস্কার পেলেন তিনি।

 ১৯৮৮ সাল থেকে পুরস্কার দিয়ে আসছে আইএফএফএইচএস। বর্ষসেরা পুরস্কারের সঙ্গে নিশ্চিতভাবেই সেরা গোলদাতার পুরস্কারও পাবেন না মেসি। কেননা, সেরা ১০ গোলদাতার তালিকায় তাঁর নাম নেই। ভাগ্যে থাকলে হয়তো সেরা প্লেমেকারের পুরস্কার জিততে পারেন। সেই তালিকা এখনো প্রকাশ করেনি সংস্থাটি।

হালান্ডের সঙ্গে বর্ষসেরা গোলদাতার পুরস্কারও গিয়েছে ম্যানসিটির ঘরে। ফরোয়ার্ডের সতীর্থ এদারসন জিতেছেন এ বছরের সেরা গোলরক্ষকের পুরস্কার। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এমিলিয়ানো মার্তিনেজ ও বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পেছনে ফেলে ব্রাজিলের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে এই পুরস্কার জিতেছেন। ২০১৯ সালে তাঁর আগে জিতেছিলেন লিভারপুলের গোলরক্ষক আলিসন বেকার।

অন্যদিকে মেয়েদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন স্পেনকে বিশ্বকাপ জেতানো মিডফিল্ডার আইতানা বোনমাতি। এ বছর উয়েফা বর্ষসেরা ও ব্যালন ডি’অরও জিতেছেন বার্সেলোনার এই ফুটবলার। সেরা নারী গোলরক্ষক হয়েছেন ইংল্যান্ডের মেরি ইয়ার্পস।

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক