কোচ পিটার বাটলার থাকতে চাইছেন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে। তাই আজ শ্রীলঙ্কার বিপক্ষেও পূর্ণশক্তির একাদশ সাজাননি তিনি। প্রথমার্ধে বরাবরের মতো ঠিকই মিলেছে গোলের দেখা। বসুন্ধরা অনুশীলন মাঠে বাংলাদেশ বিরতিতে গেছে ২-০ গোলে এগিয়ে থেকে।
নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে আজ জিতলে শিরোপার আরও কাছে চলে যাবে বাংলাদেশ। ম্যাচের দশম মিনিটে তৃষ্ণার শট ঠেকিয়ে দেন শ্রীলঙ্কান গোলরক্ষক থারুশিকা দোদামগোদাগে। এরপর কয়েকটি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ২৫ মিনিটে অবশেষে ডেডলক ভাঙেন কানন রানী বাহাদুর। ঐশী খাতুনের পাসে বক্সের ভেতর থেকে বাঁ পায়ে তাঁর মাটি কামড়ানো শট আটকানোর সুযোগই পাননি থারুশিকা।
৩৭ মিনিটে জটলার মধ্য থেকে সুরমা জান্নাতের দুর্বল শট সহজেই তালুবন্দী করেন থারুশিকা। পরের মিনিটে বক্সের বাইরে থেকে সুরমার দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পূজা দাস। এর আগে তৃষ্ণার শট পোস্টে লেগে ফিরে আসে। সেই সুযোগটাই কাজে লাগান পূজা।