হোম > খেলা > ফুটবল

নেইমারের দলকে হুমকি দিলেন রোনালদো

প্রিন্স সুলতান বিন আজিজ স্টেডিয়ামে গত রাতটা ছিল রোনালদোময়। আল নাসর-আল তাওউন নয়, লড়াইটা যে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আল তাওউনের। আল নাসরের জয়ের পর নেইমারের আল হিলালকে এক রকম হুমকি দিয়ে রাখলেন রোনালদো। 

আল নাসর-আল তাওউন গত রাতের ম্যাচটি ছিল সৌদি সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনাল। আল তাওউনকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আল নাসর। দুটি গোলেই অবদান রয়েছে রোনালদো। ৮ মিনিটে রোনালদোর পাস থেকে অ্যাসিস্ট করেন আয়মান ইয়াহিয়া। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল নাসর। রোনালদো জাল খুঁজে পান দ্বিতীয়ার্ধে দ্রুত সময়েই। সুলতান আল ঘান্নামের পাস রিসিভ করে ডান পাশের কর্ণার ঘেঁষে গোল করেন রোনালদো। প্রতিযোগিতামূলক ক্যারিয়ারের ৮৯৬ তম গোল করে ‘সিউ’ উদযাপন করেন। ফাইনালে এখন আল নাসরের প্রতিপক্ষ আল হিলাল। সেমিফাইনালে আল নাসর জেতার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘আমরা আসছি সুপার কাপের ফাইনালে।’

আল নাসর গত রাতে ১০ জনের দলে পরিণত হয়েছে একেবারে শেষ সময়ে এসে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে লাল কার্ড দেখেন দলটির মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ। বাংলাদেশ সময় পরশু রাত ১০টা ১৫ মিনিটে সৌদি সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে আল নাসর ও আল হিলাল। শিরোপা নির্ধারিত ম্যাচটিও হবে প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে। 

রোনালদোর সামনে এবার আল নাসরের জার্সিতে দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ। গত বছর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছিলেন, যা ছিল সৌদি ক্লাবের জার্সিতে তাঁর প্রথম শিরোপা। আল নাসরেরও সেটি প্রথম কোনো মেজর শিরোপা।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো