হোম > খেলা > ফুটবল

এরিকসেনের জন্য মন কেঁদেছিল জামালের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বয়সভিত্তিক ফুটবলে তাঁরা ছিলেন প্রতিপক্ষ। একে অপরের বিপক্ষে মাঠে লড়াই হয়েছে একাধিকবার। কৈশোরের সেই প্রতিপক্ষ ক্রিস্টিয়ান এরিকসেন যখন কাল মাঠে লুটিয়ে পড়লেন, কোপেনহেগেন থেকে হাজার মাইল দূরে দোহায় শঙ্কায় কাঁপলেন ডেনমার্কপ্রবাসী বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

ফিনল্যান্ডের বিপক্ষে কাল ইউরোর ম্যাচে কোপেনহেগেন স্টেডিয়ামে হঠাৎ অচেতন হয়ে পড়েন ক্রিস্টিয়ান এরিকসেন। প্রথমার্ধের শেষ দিকে থ্রু ইন থেকে আসা বল ধরতে গিয়ে মাঠেই অজ্ঞান হয়ে পড়েন ড্যানিশ মিডফিল্ডার। পরে জানা যায় হার্ট অ্যাটাক হয়েছে ইন্টার মিলান তারকার। মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাঁকে। হাসপাতালে এরিকসেনের অবস্থা এখন স্থিতিশীল।

কৈশোরে ডেনমার্কের ক্লাব ফুটবলে দুইবার এরিকসেনের মুখোমুখি হয়েছেন জামাল। বাংলাদেশ অধিনায়ক তখন খেলতেন এফসি কোপেনহেগেনের বয়সভিত্তিক দলে। ‘বিস্ময় বালক’ তকমা পাওয়া এরিকসেন খেলতেন ওডেনেস বোল্ডক্লাবের হয়ে। জামালদের সঙ্গে ম্যাচের চার মাস পর আয়াক্সে নাম লেখান এরিকসেন।

কৈশোরের প্রতিদ্বন্দ্বীর হার্ট অ্যাটাকের খবরে ভীষণ মন খারাপ হয়েছিল জামালের। বলেছেন, ‘আমি প্রথমে বুঝিনি তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। যখন জানলাম তখন শুধু তাঁর জন্যই নয়, ডেনমার্কের খেলোয়াড় ও এরিকসেনের পরিবারের জন্য খুবই কষ্ট পেয়েছি। আমরা সবাই তাঁর জন্য দোয়া করেছি।’

এরিকসেনের বিপক্ষে খেলার স্মৃতিচারণা করে জামাল বলেন, ‘১৫-১৬ বছর বয়সে তাঁর বিপক্ষে দুইবার ম্যাচ খেলেছি। খেলার আগে কোচ এসে বললেন, একজন বিস্ময় বালক আছে। দেখেশুনে খেলো। আমি বললাম, কিসের বিস্ময় বালক, ওকে দেখে নেব। প্রথম ম্যাচে আমরা দুই গোলে এগিয়ে ছিলাম। কিন্তু কোথা থেকে যেন এরিকসেন এসে দুই গোল করল। অবশ্য ম্যাচটা আমরা জিতেছিলাম। পরের ম্যাচেও এরিকসেন দুই গোল করেছিল। তখনই বুঝেছি এরিকসেন আসলেই এক বিস্ময়। এর চার মাস পর সে আয়াক্সে চলে যায়।’

কালকের ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ নিয়ে বাংলাদেশ শিবিরে জমে উঠেছিল দুই প্রবাসীর লড়াই। জামাল যথারীতি সমর্থন করেছেন ডেনমার্ককে। আরেক প্রবাসী তারিক কাজীর দল ফিনল্যান্ড। ম্যাচ নিয়ে তারিকের কাছ থেকে তাঁকে বেশ খোঁচা শুনতে হয়েছে বলে জানালেন জামাল, ‘ম্যাচের সময় তাঁর কক্ষ থেকে তারিক আমাকে বারবার ফোনে বার্তা পাঠিয়েছে। আমিও জবাব দিয়েছি। ফিনল্যান্ড যখন গোল করল, তখন ও আমাকে বার্তা দিয়েছে।’

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা