হোম > খেলা > ফুটবল

নিলামে উঠছে ম্যারাডোনার বাড়ি-গাড়ি

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর এক বছর পার হয়েছে। তাঁকে নিয়ে তবু ভক্তদের কৌতূহলে যেন এতটুকু ছেদ পড়েনি। এই কদিন আগে ভারতের আসাম রাজ্য থেকে ম্যারাডোনার ঘড়ি চোর গ্রেফতার হওয়া নিয়েও কত আলোচনা। এবার আলোচনায় এসেছে ম্যারাডোনার বাড়ি-গাড়ি নিলামে ওঠার ঘটনা।

আজ থেকে অনলাইনের মাধ্যমেই হবে এই নিলাম। নিলামের নাম রাখা হয়েছে 'টেন অকশন'। নিজের মা-বাবাকে যে বাড়ি উপহার দিয়েছিলেন ম্যারাডোনা, সেই বাড়ি নিলামে উঠতে চলেছে। বুয়েনস আইরসের ভিলা ডেভোতোর প্রাথমিক দর রাখা হয়েছে ৯ লাখ ডলার। শুধু বাড়িই নয়, নিলামে উঠতে চলেছে ম্যারাডোনার গাড়িও। কিংবদন্তির ব্যবহৃত বেশ কয়েকটি গাড়ি নিলামে তোলা হবে বলে জানা গেছে। এর মধ্যে আছে বিএমডব্লু ৭৫০। এই গাড়িতে চেপেই একবার সরাসরি মাঠে ঢুকেছিলেন ম্যারাডোনা। গাড়ির ন্যূনতম দাম রাখা হয়েছে আড়াই লাখ ডলার। 

বাড়ি-গাড়ির পাশাপাশি ম্যারাডোনার ব্যবহৃত বেশ কিছু জিনিসও নিলামে উঠবে। তাঁর জুতো, টুপি, ফিদেল কাস্ত্রোর সঙ্গে ছবি, টি-শার্ট, সই করা গিটার, সিগার—সব মিলিয়ে ৮৭টি জিনিস থাকবে নিলামে। ম্যারাডোনার পাঁচ বৈধ সন্তান এই নিলামে সম্মত হয়েছেন। তবে এই নিলামের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এ নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না উদ্যোক্তারা। সারা বিশ্বে ম্যারাডোনার ভক্ত ছড়িয়ে আছে। উদ্যোক্তাদের আশা, প্রিয় তারকার স্মৃতিবিজড়িত জিনিস কেনার জন্য নিলামে ঝাঁপিয়ে পড়বে তাঁর ভক্তরা।

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের