হোম > খেলা > ফুটবল

এই ইতালি শুধু গোল দেয়, খায় না

ঢাকা: ওয়েলসের বিপক্ষে ১-০ গোলের জয়ে ইতালির অর্জনের খাতায় যোগ হয়েছে অনেক কিছু। এই জয়ে ইউরোর ইতিহাসে প্রথম দল হিসেবে কোনো গোল হজম না করে গ্রুপের তিন ম্যাচই জিতল ইতালি। সেই সঙ্গে ইউরোতে ২০০০ সালের পর এই প্রথম গ্রুপ পর্ব থেকে ৯ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে আৎজুরি।

ভিট্টোরিও পোজোর অধীনে ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল ইতালি। ওয়েলসের বিপক্ষে জয়ে এবার নিজেদের রেকর্ড স্পর্শ করল রবার্তো মানচিনির দল। টানা ১০ ম্যাচে জয় পাওয়া আজ্জুরিরা এই ম্যাচেও ছন্দ ধরে রেখেছে। নিজেদের শেষ ১০ ম্যাচে ৩১টি গোল করার বিপরীতে আৎজুরিদের জালে বল জড়াতে পারেনি কেউই। নকআউট পর্বে না হারলে ৮০ বছর পর টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থেকে নিজেদেরই রেকর্ড ভাঙবে ইতালি।

২০১৮ বিশ্বকাপের মূল পর্ব থেকে বাদ পড়ার পর ইতালির দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। এই ইতালিয়ান কিংবদন্তির জাদুর ছোঁয়ায় যেন পাল্টে গেছে পুরো দলের ছবি। মানচিনি দায়িত্ব নেওয়ার পর মাত্র দুটি ম্যাচে হেরেছে ইতালি। সবশেষ ২০১৮ সালে পর্তুগালের বিপক্ষে ন্যাশনস লিগে হেরেছিল তারা। এরপর থেকে এখন পর্যন্ত অজেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এমন অনন্য অর্জনের পরও মানচিনি মাটিতে পা রাখছেন। তাঁর ছেলেদেরও সতর্ক করে দিয়েছেন, যেন আত্মতুষ্টিতে না ভোগেন। সেই সঙ্গে মানচিনি মনে করেন, কাগজ–কলমে পোজোর দলের রেকর্ড স্পর্শ করলেও অর্জনের দিক দিয়ে তাঁরা অনেক এগিয়ে ছিলেন। ম্যাচ শেষে মানচিনি বলেছেন, ‘পোজো অনেক শিরোপা জিতিয়েছেন দলকে। আমরা সেই তুলনায় অনেক পিছিয়ে। আর শেষ ষোলোতে যাওয়া মানেই তো শিরোপা জেতা নয়। নকআউট পর্বে আসা সব দলই শক্তিশালী। যে কেউই শিরোপা জিততে পারে।’

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে