হোম > খেলা > ফুটবল

বর্ষসেরা ফুটবলারদের একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি- রোনালদো

বর্ষসেরা ফুটবলারদের একাদশে জায়গা করে নিয়েছেন মেসি ও রোনালদো। ছবি: সংগৃহীত

একজনের বয়স ৩৭, আরেকজনের ৩৯ বছর। প্রথমজনের নাম লিওনেল মেসি। অপরজন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো তাঁরা খেলে যাচ্ছেন দুর্দান্ত। বর্ষসেরা ফুটবলারদের একাদশের সংক্ষিপ্ত তালিকাতে এবার জায়গা করে নিয়েছেন সময়ের দুই তারকা ফুটবলার।

ফিফপ্রো গতকাল রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ২০২৪ সালের বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।২৬ ফুটবলারের সেই সংক্ষিপ্ত তালিকায় আছেন মেসি ও রোনালদো। সংক্ষিপ্ত তালিকায় থাকা ২৬-এর মধ্যে ১১ ফুটবলারই ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের। যাদের মধ্যে ম্যানচেস্টার সিটিরই ৭ ফুটবলার। সিটির সেই ৭ ফুটবলার হলেন এদেরসন, রুবেন দিয়াজ, কাইল ওয়াকার, রদ্রি, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন ও আর্লিং হলান্ড।

২০২৪ সালের বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকায় ম্যানচেস্টার সিটির চেয়েও রিয়াল মাদ্রিদের ফুটবলারের সংখ্যা বেশি। রিয়ালের ৮ ফুটবলার জায়গা পেয়েছেন বর্ষসেরাদের তালিকায়। এই ৮ ফুটবলারের মধ্যে দুই তারকা কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র আছেন। তবে অবাক করার মতো ঘটনা হলো ১১ প্রিমিয়ার লিগের ফুটবলারের মধ্যে নেই মোহাম্মদ সালাহর নাম। যেখানে ২০২৪-২৫ প্রিমিয়ার লিগে লিভারপুলের জার্সিতে ১১ গোল করেন সালাহ।

এবারের বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকায় ২৬ ফুটবলারের মধ্যে ২৪ জনই ইউরোপীয়। ২ নন-ইউরোপীয় যে মেসি-রোনালদো, সেটা না বললেও চলছে। ২০২৩ সালের জুনে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে চলে যান মেসি। একই বছরের জানুয়ারিতে সৌদি আরবের আল নাসরে যোগ দেন রোনালদো। সৌদিতে যাওয়ার আগে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতেন রোনালদো।

মেসি ইন্টার মায়ামিতে এসে ২০২৩ সালে জেতেন লিগস কাপ। যেটা ছিল মায়ামির ইতিহাসে প্রথম কোনো মেজর শিরোপা। এ বছর মায়ামির জার্সিতে দ্বিতীয় শিরোপা সাপোর্টার্স শিল্ড জেতেন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার। অন্যদিকে রোনালদো আল নাসরের হয়ে ২০২৩ সালে জেতেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ।

ফিফপ্রোর বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকায় আছেন কারা

গোলরক্ষক: এদেরসন, এমিলিয়ানো মার্তিনেজ, ম্যানুয়াল নয়্যার

রক্ষণভাগ: দানি কারভাহাল, রুবেন দিয়াজ, ভার্জিল ফন ডাইক, জেরেমি ফ্রিমপং, আন্তোনিও রুদিগার, উইলিয়াম সালিবা, কাইল ওয়াকার

মাঝমাঠ: জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন, টনি ক্রুস, লুকা মদরিচ, জামাল মুসিয়ালা, রদ্রি, ফেদেরিকো ভালভের্দে

আক্রমণভাগ: আর্লিং হালান্ড, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, কোল পালমার, ক্রিস্টিয়ানো রোনালদো, ভিনিসিয়ুস জুনিয়র, লামিনে ইয়ামাল

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী