হোম > খেলা > ফুটবল

রোনালদোদের লিগে যাওয়ার গুঞ্জন মেসির 

সময়ের সঙ্গে সঙ্গে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) লিওনেল মেসির থাকার সম্ভাবনা ঘনিয়ে আসছে। পিএসজির সঙ্গে আর্জেন্টাইন তারকার পুরনো চুক্তি শেষ হচ্ছে কদিন পরেই। এখন সৌদি আরবের এক ক্লাবে যাওয়ার গুঞ্জন জোরালো হচ্ছে। 

স্প্যানিশ এই রেডিওস্টেশনের ‘রেডিওস্টেশন নচ প্রোগ্রাম’ হয়েছে গতকাল মধ্যরাতে। এই প্রোগ্রামে জানা গেছে, সৌদিতে যাওয়ার আগে মেসি বার্সেলোনায় এক বছর থাকতে চান। একইসঙ্গে বার্সায় মেসির ঘনিষ্ঠবন্ধু সার্জিও বুসকেতস, জর্দি আলবা আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা বলেছেন। মেসির বার্সেলোনায় যাওয়া নিয়ে কথাবার্তা চলছে অনেক দিন। আর্থিক সমস্যায় ভোগা বার্সা চেষ্টা করছে লা লিগাকে রাজি করিয়ে এই সমস্যা সমাধানের। এক্ষেত্রে বার্সার দরকার ২০০ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ২৩৫০ কোটি ৭৯ লাখ টাকা। 

সৌদি আরবের পর্যটন দূত হিসেবে কদিন আগে মরুর দেশে বেড়াতে গিয়েছেন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার। বেড়াতে যাওয়াতেই মূলত এ গুঞ্জন জোরালো হচ্ছে। মরুর দেশে গিয়েই পিএসজি থেকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। অনুমতি ছাড়া যাওয়ায় ফরাসি ক্লাবটির পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। একই সঙ্গে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করবে না পিএসজি। 

মেসির সৌদিতে যাওয়ার গুঞ্জনের কথা এর আগেও শোনা গেছে। গত মাসে সৌদি গ্যাজেট পত্রিকা এবং ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, সৌদি আরবের ক্লাব আল হিলাল ৪০০ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি ৪ হাজার ৬৮৬ কোটি টাকা) প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলারকে। এছাড়াও মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার কথাও শোনা যাচ্ছে।

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের