ফ্রান্স ফুটবল দলের নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে অনেক দিন ধরে চলছিল আলাপ-আলোচনা। অবশেষে নতুন অধিনায়ক পেয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ফরাসিদের নতুন অধিনায়ক।
হুগো লরিস অবসর নেওয়ার পর অধিনায়কশূন্য হয়ে পড়েছিল ফ্রান্স ফুটবল দল। সম্ভাব্য অধিনায়কদের তালিকায় ছিলেন এমবাপ্পে, আঁতোয়া গ্রিজমান। লরিসের শূন্যস্থান এবার পূর্ণ করলেন এমবাপ্পে। ফরাসি ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপের প্রতিবেদনে জানা গেছে, এমবাপ্পেকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন দিদিয়ের দেশম।
এর আগে এমবাপ্পের অধিনায়ক হওয়ার আভাস দিয়েছিলেন দেশম। সংবাদসম্মেলনে ফ্রান্স কোচ বলেছিলেন, ‘খেলোয়াড়দের সঙ্গে আমি এ ব্যাপারে (ফ্রান্সের অধিনায়ক) আলোচনা করতে যাচ্ছিলাম। অবশ্যই কিলিয়ান তাদের মধ্যে একজন। কয়েক দিন পর আপনারা আরও একটু ধারণা পাবেন। বিস্তারিত জানতে পারবেন। আরও স্পষ্ট করে বললে বৃহস্পতিবার।’
কাতার বিশ্বকাপের তিন মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নামছে ফ্রান্স। শুক্রবার স্টেদি দি ফ্রান্সে নেদারল্যান্ডসের বিপক্ষে ২০২৪ ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলবে ফ্রান্স। এই ম্যাচ দিয়েই অধিনায়ক এমবাপ্পের যাত্রা শুরু হতে যাচ্ছে। ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৬৬ ম্যাচ খেলেছেন এমবাপ্পে। ৩৬ গোল করেছেন এবং ২৩ গোলে অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপে ১৪ ম্যাচে ১২ গোল করেছেন ফরাসি এই ফরোয়ার্ড।