হোম > খেলা > ফুটবল

পিএসজির ম্যাচ স্থগিত, সমালোচনা হচ্ছে কী নিয়ে

ক্রীড়া ডেস্ক    

বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি মাঠে গড়ায়নি। ছবি: সংগৃহীত

লিগ ওয়ানে ‘লা ক্লাসিক’ হিসেবে পরিচিত পিএসজি ও মার্শেইয়ের ম্যাচ। বৈরী আবহাওয়ার কারণে দর্শকপ্রিয় ম্যাচটি স্থগিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তাতেই শুরু হয়েছে সমালোচনা ও বিতর্ক।

স্তাদে বেলোড্রোমে আজ মার্শেইয়ের আতিথেয়তা নেওয়ার কথা ছিল পিএসজির। কিন্তু বাঁধ সাধে প্রকৃতি। এদিন দুপুর থেকেই ঝড় ও বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয় ওই অঞ্চলে। এজন্য বাধ্য হয়ে ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেয় ফ্রান্সের শীর্ষ লিগ কর্তৃপক্ষ।

লিগ ওয়ানের নিয়ম অনুযায়ী, স্থগিত হওয়া ম্যাচ মাঠে গড়াবে পরের সোমবার। সে নিয়ম থেকে সরে আসেনি তারা। জানা গেছে, পিএসজি ও মার্শেইয়ের ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল স্থানীয় সময় রাত ৮টায়। একই সময় শুরু হবে ব্যালন ডি’অর পুরস্কার। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের অনুষ্ঠানটিতে পিএসজির খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে সমস্যা হবে ভেবে লিগ ওয়ানের সিদ্ধান্ত নিয়ে ফরাসি ফুটবলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

গত মৌসুমে পিএসজিকে ট্রেবল জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেন উসমান ডেম্বেলে। তাই এবার ব্যালন ডি’অর জেতার দৌঁড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন এই ফরাসি ফরোয়ার্ড। যদিও তার ব্যালন ডি’অর অনুষ্ঠানে হাজির হওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। ইনজুরির কারণে আপাতত দলের বাইরে আছেন ডেম্বেলে। তবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জেতার সম্ভাবনা আছে পিএসজির কোচ লুইস এনরিকে এবং বেশ কিছু খেলোয়াড়ের।

বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্সেই অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাস ভালো না হওয়ায় অলিম্পিক ডি মার্শেই এবং পিএসিজর ম্যাচ স্থগিত করা হয়েছে। সেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং শহরাঞ্চলে জল প্রবাহের ঝুঁকি আছে। স্থগিত হওয়া ম্যাচ সোমবার, ২২ সেপ্টেম্বর রাত ৮: ০০টায় মাঠে গড়াবে।’

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক