হোম > খেলা > ফুটবল

এমবাপ্পেদের থেকে আরও বড় জয়ের আশা দেশমের 

ইউরো বাছাইপর্বে দুর্দান্ত খেলছে ফ্রান্স। জিব্রাল্টারের বিপক্ষে গতকাল বড় ব্যবধানে জিতেছে ফ্রান্স। বড় জয়ের ম্যাচে যেন আক্ষেপ রয়েছে দিদিয়ের দেশমের। শিষ্যদের থেকে গোলের বন্যা আশা ছিল ফ্রান্স কোচের।

পর্তুগালের আলগার্ভে স্টেডিয়ামে গতকাল তিন মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। কিংসলে কোমানের অ্যাসিস্টে গোল করেন অলিভিয়ার জিরু। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টিতে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। আর ৭৮ মিনিটে জিব্রাল্টারের আয়মান মুয়েলহি করেন আত্মঘাতী গোল। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় পায় ফ্রান্স। দেশমের মতে, গোল আরও বেশি হওয়া উচিত ছিল। জিব্রাল্টারের লক্ষ্য বরাবর ফ্রান্স করেছিল ৯টি শট। সুযোগ পেয়েও অনেকবার ঠিকমতো ফিনিশিং দিতে পারেননি ফরাসি ফুটবলাররা। তা ছাড়া ফ্রান্সের অনেক শট গোলবারের ওপর দিয়ে বেরিয়ে গেছে। ম্যাচ শেষে ফ্রান্স কোচ বলেন, ‘আমরা এখানে জিততে এসেছি। যতটা ভালো খেলা যায়, সম্ভাব্য সেই চেষ্টা করেছি। আমরা মাত্র ৩ গোল করেছি। তবে এটা ৫ অথবা ৬ গোল হতে পারত।’

২০২৪ ইউরো বাছাইয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ফ্রান্স। তিন ম্যাচের তিনটিতেই জিতেছে ফরাসিরা। ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে দেশমের দল। ফ্রান্স, জিব্রাল্টার ছাড়াও এই গ্রুপে রয়েছে গ্রিস, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড।

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের