হোম > খেলা > ফুটবল

ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাফে ১৪ বছর পর সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গ্রুপ পর্বে হারিয়েছে মালদ্বীপ ও ভুটানকে। সেমিতে থেমে গেলেও কুয়েতের সঙ্গে বাংলাদেশের লড়াইটা ছিল স্মরণীয়। 

সাফে ভালো খেলা ও দুই ম্যাচ জেতায় র‍্যাঙ্কিংয়ে একটা সুখবরের আশায় ছিলেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা। আজ সবশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ শেষে সেই সুখবরটা এল। র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে এখন ১৮৯তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 

গত এপ্রিল থেকে র‍্যাঙ্কিংয়ের ১৯২তম অবস্থানে ছিল বাংলাদেশ। সাফে দারুণ খেলায় ২.৯৪ রেটিং বেড়েছিল জামাল ভূঁইয়াদের। বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৮৯২.৪৪ রেটিং পয়েন্ট যা আগে ছিল ৮৮৯.৫। সাফের আগে কম্বোডিয়ার বিপক্ষেও জয় ছিল লাল-সবুজ ফুটবলারদের। সব মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ। 

দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ ছাড়া কেবল আরেকটি দেশেরই  র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। সাফ জয়ী ভারত এক ধাপ এগিয়ে বর্তমানে আছে ৯৯তম স্থানে। বাংলাদেশের কাছে হারা মালদ্বীপ এক ধাপ পিছিয়ে আছে ১৫৫তম স্থানে। নেপালের অবস্থান পাল্টায়নি, দলটি আছে ১৭৫তম স্থানে। এক ধাপ পেছানো ভুটানের অবস্থান ১৮৫। বাংলাদেশের চেয়ে পিছিয়ে যথারীতি পাকিস্তান ও শ্রীলঙ্কা যাদের র‍্যাঙ্কিং যথাক্রমে ২০১ ও ২০৪। 

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে কোনো রদবদল হয়নি। ফিফা র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে রানার্সআপ ফ্রান্স। তিনে ব্রাজিল, চারে আছে ইংল্যান্ড। পাঁচে বেলজিয়াম, ছয়ে ক্রোয়েশিয়া, সাতে নেদারল্যান্ডস, আটে ইতালি, নয়ে পর্তুগাল ও দশে আছে স্পেন।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার