হোম > খেলা > ফুটবল

পিএসজিতে মেসির বিকল্প তাহলে কি সিলভা

লিওনেল মেসির সঙ্গে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সম্পর্ক তলানিতে। আগামী মৌসুমে মেসি এই ক্লাবে থাকবেন কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এমন অবস্থায় আর্জেন্টাইন তারকা ফুটবলারের বিকল্প খুঁজছে পিএসজি। 

স্প্যানিশ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, মেসির বিকল্প হিসেবে বার্নার্দো সিলভাকে চায় পিএসজি। গোল ডট কমও জানিয়েছে, পরের মৌসুমে পিএসজির প্রধান লক্ষ্য সিলভা। অন্যদিকে নতুন অভিজ্ঞতা পেতে ম্যানচেস্টার সিটি ছেড়ে ভিন্ন ক্লাবে যাওয়ার ইচ্ছা এর আগেও বেশ কয়েকবার প্রকাশ করেছিলেন সিলভা। সিটিতে সিলভা খেলছেন ছয় মৌসুম। আর পিএসজিতে সিলভার যাওয়া নিয়ে গুঞ্জন এবারই প্রথম নয়। গত মৌসুমেও এমন গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত সিটিতেই থেকে যান পর্তুগিজ এই মিডফিল্ডার। 

পিএসজির সঙ্গে এই মৌসুম শেষেই চুক্তি শেষ হবে লিওনেল মেসির। নতুন চুক্তি হবে কি হবে না, তা নিয়ে অনিশ্চয়তা চলছিল অনেক দিন। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করবে না পিএসজি। এর আগে সৌদি আরবের পর্যটন দূত হিসেবে মরুর দেশে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন মেসি। ক্লাবের অনুমতি ছাড়া সৌদিতে যাওয়ায় দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। পরে অবশ্য মেসি ক্ষমা চেয়েছেন। এরপর মেসির ওপর নিষেধাজ্ঞা কমায় পিএসজি। তবু নতুন চুক্তি নিয়ে এখনো পরিষ্কার কিছু জানা যায়নি। অন্যদিকে গত মঙ্গলবার লিওনেল মেসির সঙ্গে আল-হিলালের প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা চুক্তির কথা জানিয়েছিল এএফপি। পরে মেসির বাবা হোর্হে মেসি তা অস্বীকার করেছেন। আল-হিলাল থেকে এখনো কিছু জানানো হয়নি এ ব্যাপারে।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর