হোম > খেলা > ফুটবল

ইউরোতে হতাশাজনক শেষের পর কী বলছেন রোনালদো

শেষ ভালো যার, সব ভালো তার—ক্রিস্টিয়ানো রোনালদো পারেননি এই কথার সার্থকতা প্রমাণ করতে। তাঁর দল পর্তুগাল ২০২৪ ইউরোতে বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। এমনকি তাঁর পারফরম্যান্সও ছিল না আশানুরূপ। 

চলতি ইউরোতে হতাশাজনক পারফরম্যান্সের কারণে রোনালদো আছেন সমালোচনার কেন্দ্রবিন্দুতে। সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হচ্ছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে ১টি অ্যাসিস্ট করেন। কোনো গোলই তিনি করতে পারেননি। হামবুর্গে পরশু রাতে ফ্রান্সের কাছে পেনাল্টি শুটআউটে হেরে সেমিতে ওঠার স্বপ্নভঙ্গ হয় পর্তুগালের। পর্তুগিজদের হতাশাজনক বিদায়ের পর রোনালদো কেঁদেছেন অঝোরে। সামাজিক মাধ্যমে গত রাতে সংক্ষিপ্ত এক পোস্ট যে দিয়েছেন, সেখানে যেন মিশে ছিল ‘হতাশার সুর’। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘আমরা আরও চেয়েছিলাম। আমাদের আরও প্রাপ্য ছিল। আমাদের জন্য, আপনাদের সবার জন্য। পর্তুগালের জন্য। আপনি আমাদের যা দিয়েছেন এবং এখন পর্যন্ত আমরা যা অর্জন করেছি, তার জন্য আমরা কৃতজ্ঞ।’ 

রোনালদো এবারের ইউরোতে গোলের সুযোগ পেয়েছিলেন তাঁর ‘প্রিয়’ পেনাল্টি থেকেই। তবে ১ জুলাই শেষ ষোলোর ম্যাচে তাঁর বুলেট গতির শট প্রতিহত করেন স্লোভেনিয়ার গোলরক্ষক ইয়ান ওবলাক। সেদিনও অঝোরে কাঁদতে দেখা গেছে রোনালদোকে। পর্তুগিজ ফরোয়ার্ড তখনই জানিয়ে দিয়েছিলেন যে, এই ইউরো দিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে ইতি টানবেন। 

ক্লাব ফুটবলের মতো আন্তর্জাতিক ফুটবলেও রেকর্ড বই তছনছ করে দিয়েছেন রোনালদো। ২০০৩ থেকে ২০২৪—পর্তুগালের জার্সিতে ২১ বছরের ক্যারিয়ারে ২১২ ম্যাচে করেছেন ১৩০ গোল। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাও তিনি। অ্যাসিস্ট করেছেন ৪৭ গোলে। তবে এখনই আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি রোনালদো টানবেন কি না, তা এখনো নিশ্চিত করে বলেননি পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ।

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা