হোম > খেলা > ফুটবল

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে কী বলছেন রিয়াল কোচ

ক্রীড়া ডেস্ক    

পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ কিলিয়ান এমবাপ্পে।ছবি: এএফপি

রিয়াল মাদ্রিদে এসে নিজেকে হারিয়ে খুঁজছেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগ হোক বা লা লিগা-মেজর টুর্নামেন্টে ধারাবাহিকভাবে পারফর্ম করতে ব্যর্থ তিনি। এমনকি পেনাল্টির মতো সহজ সুযোগ পেয়েও গোল করতে পারছেন না ফরাসি এই ফরোয়ার্ড।

এমবাপ্পে গত রাতে পেনাল্টি মিস করেছেন চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে। অ্যানফিল্ডে ৫৯ মিনিটে ডিফেন্ডার অ্যান্ড্রু রবার্টসন পেনাল্টি এলাকার মধ্যে ফাউল করে বসেন। রিয়াল পেনাল্টি পেলে স্পটকিক নিতে দাঁড়িয়ে যান এমবাপ্পে। তবে ৬১ মিনিটে পেনাল্টিতে তাঁর (এমবাপ্পে) ডান পায়ে নেওয়া শট প্রতিহত করেছেন লিভারপুল গোলরক্ষক কাওইমিন কেলেহার। ম্যাচ শেষে এমবাপ্পের ফর্ম নিয়ে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে একাধিক প্রশ্ন করেন স্প্যানিশ সাংবাদিকেরা। আনচেলত্তি বলেন,‘পেনাল্টি মিসের জন্য তাকে (এমবাপ্পে) দায়ী করবেন না। মানুষই তো পেনাল্টি মিস করে। তাঁর এমন কাজের জন্য আমাদের বেশি দুঃখ করা ঠিক না।’

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে এ বছরই রিয়াল মাদ্রিদে আসেন এমবাপ্পে। সব ধরনের প্রতিযোগিতা মিলে রিয়ালে এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৯ গোল ও সতীর্থদের দিয়ে করিয়েছেন ২ গোল। এছাড়া প্রায় সময়ই তিনি গোল মিস করছেন। এমনকি এল ক্লাসিকোতে বারবার তিনি অফসাইডে চলে যাওয়ায় হয়েছিল অনেক সমালোচনা। শিষ্যের এমন অফফর্মে তাঁর (এমবাপ্পে) পাশে দাঁড়িয়েছেন আনচেলত্তি। রিয়াল কোচ বলেন,‘সে (এমবাপ্পে) এই মুহূর্তে তেমনই এক মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা এই সময়ের মধ্য দিয়ে গেছেন।’

এমবাপ্পের মতো গত রাতে অ্যানফিল্ডে পেনাল্টি মিস করেন লিভারপুলের মোহামেদ সালাহ। ৭০ মিনিটে স্পটকিকের সময় সালাহর বাঁ পায়ের শট বাড়ি খেয়েছে পোস্টের বাঁ পাশে। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে লিভারপুল কোচ আর্নি স্লট বলেন,‘দুই অবস্থাতেই আপনি ভাবতে পারেন এমনটা তো হতেই পারে। দুজনেই মিস করেছে (পেনাল্টি)। তাতে আজ (গত রাতে) প্রমাণ হলো যে তারা দুজনেই মানুষ। এমবাপ্পের ক্ষেত্রে কেহলার ছিল অসাধারণ। সে আমাদের জন্য অনেক দারুণ কিছু করেছে।’

সালাহ, এমবাপ্পের পেনাল্টি মিসের রাতে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫২ মিনিটে গোলের হালখাতা খোলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তাঁকে (ম্যাক অ্যালিস্টার) অ্যাসিস্ট করেন কনর ব্র্যাডলি। লিভারপুলের দ্বিতীয় গোলটি রবার্টসনের পাস রিসিভ করে ৭৬ মিনিটে করেছেন কোডি গাকপো।

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন