হোম > খেলা > ফুটবল

ড্রতে শেষ লিভারপুল-সিটির ধ্রুপদী লড়াই

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত এক ম্যাচে জেতেনি লিভারপুল-ম্যানচেস্টার সিটির কেউই। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে আজ রাতে ফুটবল সৌন্দর্যের পসরা নিয়ে হাজির হয়েছিল দুই ইংলিশ পরাশক্তি। তবে দিন শেষে কেউ কাউকে জিততে দেয়নি। রুদ্ধশ্বাস লড়াইয়ের ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। 

ঘরের মাঠে এদিন শুরু থেকেই পিছিয়ে ছিল লিভারপুল। এমনকি প্রথমার্ধে কোনো শটই তারা লক্ষ্যে রাখতে পারেনি। উল্টো দারুণ সব আক্রমণে একাধিক সুযোগ তৈরি করে সিটি। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি আসেনি। 

বিরতির পর দারুণভাবে লড়াইয়ে ফিরে আসে লিভারপুল। সিটির আক্রমণের জবাবে লিভারপুলও এ সময় আগ্রাসী ফুটবল উপহার দেয়। আক্রমণাত্মক ফুটবলের একপর্যায়ে ঘরের দর্শকদের উল্লাসে মাতিয়ে গোলও আদায় করে ফেলে অলরেডরা। সালাহর সহায়তায় দারুণ ফিনিশিংয়ে লিভারপুলকে এগিয়ে দেন সাদিও মানে। এরপর ম্যাচে ফিরতে আক্রমণের ধার বাড়ায় সিটি। ৬৯ মিনিটে সিটিকে সমতায় ফেরান ফিল ফোডেন। জমে ওঠা ম্যাচে অসাধারণ এক গোলে লিভারপুলকে আবার এগিয়ে দেন সালাহ। ডি-বক্সের ভেতরে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন মিসরিয় তারকা। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিভারপুল। কেভিন ডি ব্রুইনের শট লিভারপুল খেলোয়াড়ের গায়ে লেগে দিক বদলে জালে জড়ালে সমতায় ফেরে পেপ গার্দিওলার দল। 

এরপর দুই দলই এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্র প্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার

তোপের মুখে বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা

ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতলেন দেম্বেলে

মেসির সফরে বিশৃঙ্খলা, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী