গুঞ্জনটা গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল। ব্রাজিলিয়ান তরুণী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নাকি প্রেম করছেন নেইমার! আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও সান স্পোর্টস বলছে, ব্রুনার সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলেছেন নেইমার। দুজনের সাম্প্রতিক কর্মকাণ্ডও অবশ্য সানের এই খবরকে সমর্থন করে। সম্প্রতি একাধিক জায়গায় এই দুজনকে অন্তরঙ্গভাবে দেখা গেছে। মজার ব্যাপার হচ্ছে, নেইমারের পুরোনো প্রেমিকার নামও ছিল ব্রুনা (মার্কুয়েজিন)।
আগস্টে ইবিজায় নেইমার ছুটি কাটাতে গেলে সেখানে তাঁর সঙ্গে ব্রুনাকে দেখা গিয়েছিল। এরপর নেইমারের ব্রাজিলের বাড়িতে দুজন একসঙ্গে ক্রিসমাসও পালন করেন। এর মাঝে আনহেল দি মারিয়া, মার্কো ভেরাত্তি, লেয়ান্দ্রো পারেদেস ও লিওনেল মেসির স্ত্রীদের সঙ্গে ছবিও তুলেছেন ব্রুনা।
এর আগেও ব্রুনা নামের নারীর সঙ্গে প্রেম করেন নেইমার। ২০১৮ সালে এই দুজনের বিচ্ছেদ হওয়ার আগে ছয় বছর প্রেম করেন তাঁরা। বর্তমানে চোটে পড়ে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে আছেন নেইমার।