হোম > খেলা > ফুটবল

পুরোনো নামেই নতুন প্রেমিকা খুঁজে নিলেন নেইমার!

গুঞ্জনটা গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল। ব্রাজিলিয়ান তরুণী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নাকি প্রেম করছেন নেইমার! আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও সান স্পোর্টস বলছে, ব্রুনার সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলেছেন নেইমার। দুজনের সাম্প্রতিক কর্মকাণ্ডও অবশ্য সানের এই খবরকে সমর্থন করে। সম্প্রতি একাধিক জায়গায় এই দুজনকে অন্তরঙ্গভাবে দেখা গেছে। মজার ব্যাপার হচ্ছে, নেইমারের পুরোনো প্রেমিকার নামও ছিল ব্রুনা (মার্কুয়েজিন)। 

আগস্টে ইবিজায় নেইমার ছুটি কাটাতে গেলে সেখানে তাঁর সঙ্গে ব্রুনাকে দেখা গিয়েছিল। এরপর নেইমারের ব্রাজিলের বাড়িতে দুজন একসঙ্গে ক্রিসমাসও পালন করেন। এর মাঝে আনহেল দি মারিয়া, মার্কো ভেরাত্তি, লেয়ান্দ্রো পারেদেস ও লিওনেল মেসির স্ত্রীদের সঙ্গে ছবিও তুলেছেন ব্রুনা। 

শুধু এটুকুই নয়, নঁতের বিপক্ষে পিএসজির ম্যাচে গ্যালারিতেই উপস্থিত থেকে সমর্থন দেন ব্রুনা। সান বলছে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের উপস্থিতি তাঁদের প্রেমকেই উপস্থাপন করছে। 

এর আগেও ব্রুনা নামের নারীর সঙ্গে প্রেম করেন নেইমার। ২০১৮ সালে এই দুজনের বিচ্ছেদ হওয়ার আগে ছয় বছর প্রেম করেন তাঁরা। বর্তমানে চোটে পড়ে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে আছেন নেইমার। 

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক