হোম > খেলা > ফুটবল

২৪০ কোটি টাকা জরিমানা গুনবে ছয় ইংলিশ ক্লাব

ঢাকা: সুপার লিগে নাম লেখানোটাই যেন ইংলিশ প্রিমিয়ার লিগের ছয়টি ক্লাবের ‘কাল’ হয়ে দাঁড়িয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, চেলসি, টটেনহাম-দল ছয়টিকে মোট ২০ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২৪০ কোটি টাকা) জরিমানা করেছে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ভবিষ্যতে এমন বিতর্কিত কাজ করলে জরিমানার অঙ্ক আরও বাড়তে পারে। সঙ্গে প্রিমিয়ার লিগে পয়েন্ট কাটার হুমকিও দিয়েছে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ।

ইংল্যান্ডের ছয় ক্লাব, স্পেন ও ইতালির তিনটি করে মোট ১২টি প্রতিষ্ঠাকালীন ক্লাব নিয়ে এপ্রিলে ইউরোপিয়ান সুপার লিগের ধারণা আসে। এরপর ধীরে ধীরে সুপার লিগ থেকে ইংল্যান্ডের ছয়টি ক্লাবসহ নয়টি ক্লাব বেরিয়ে এসেছিল। কিন্তু সুপার লিগ থেকে বের হয়েও জরিমানা থেকে ছাড় পায়নি ইংলিশ ছয় ক্লাব।ম্যান ইউ, ম্যান সিটি, লিভারপুল, আর্সেনাল, চেলসি, টটেনহাম-এই ছয় ক্লাবকে গড়ে প্রায় ৩.৫ মিলিয়ন পাউন্ড (৪২ কোটি টাকা) করে মোট ২০ মিলিয়ন পাউন্ড (২৪০ কোটি টাকা) জরিমানা করেছে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ। এই ২৪০ কোটি টাকা তৃণমূল পর্যায়ের ফুটবলে খরচ করা হবে বলে জানিয়েছে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ।

এখানেই শেষ নয়, ক্লাব ছয়টি ভবিষ্যতে এমন বিতর্কিত লিগে নাম লেখালে প্রত্যেক ক্লাবকে ২০ মিলিয়ন পাউন্ড (২৪০ কোটি টাকা) জরিমানার গুনতে হতে পারে জানিয়েছে ইপিএল কর্তৃপক্ষ। এমনকি প্রিমিয়ার লিগে ৩০ পয়েন্ট করে কাটতেও পারে।

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’