হোম > খেলা > ফুটবল

ফিগো-রোনালদোর ‘আবিষ্কারক’ অরেলিও আর নেই

ক্রীড়া ডেস্ক    

অরেলিয়ের সঙ্গে রোনালদো। ছবি: ফেসবুক

ফুটবলের পাকা জহুরি অরেলিও পেরেইরা। ক্রিস্টিয়ানো রোনালদো-লুইস ফিগোর মতো কিংবদন্তিদের আবিষ্কারক তিনি। ৭৭ বছর বয়সে জীবনাবসান ঘটে গেল তাঁর। ১৯৮৮ সালে উঠতি খেলোয়াড়দের বের করে আনতে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিতে একটি অনুশীলন বিভাগ চালু করেন তিনি।

৩০ বছরের বেশি সময় ধরে সেই বিভাগের দায়িত্ব সামলেছেন অরেলিও। তাঁর মৃত্যুতে ব্যথিত রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘প্রতিভা বাছাইয়ে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আইকন আমাদের ছেড়ে চলে গেছেন। তবে তাঁর কীর্তি বেঁচে থাকবে চিরকাল। আমার এবং আরও অনেক খেলোয়াড়ের জন্য তিনি যা করেছেন, এ নিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। সবকিছুর জন্য ধন্যবাদ অরেলিও। শান্তিতে থাকুন।’

রোনালদো-ফিগো ছাড়াও পাউলো ফুতরে, নানি, রিকার্দো কারেসমার মতো প্রতিভাদের খুঁজে আনেন অরেলিও। ২০১৬ ইউরোজয়ী পর্তুগাল দলের ১০ ফুটবলার উঠে আসেন তাঁর স্কাউটিংয়ের মাধ্যমে। তাই অরেলিওর মৃত্যু পর্তুগিজ ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি।

পর্তুগিজ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘অরেলিও পেরেইরার মৃত্যু পর্তুগিজ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। আমাদের ইতিহাসের বেশ কয়েকজন সেরা খেলোয়াড়কে তিনিই বের করে এনেছেন। ফুটবলে বিশাল অবদান রাখা ভালো মনের এই মানুষ সব সময় আমাদের প্রতিভাকে সুরক্ষিত করেছেন।’

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা