ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সম্পর্কের কোনো কিছু মানুষের অজানা নয়। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোতে প্রায় শিরোনাম হন জর্জিনা। বর্তমানে নেটফ্লিক্সে প্রচারের অপেক্ষায় আছে তাঁর জীবনী নিয়ে বানানো ডকু-সিরিজ ‘আই এম জর্জিনা’। এই সিরিজে নিজের জীবনের অনেক কিছু তুলে ধরেছেন জর্জিনা। আছে রোনালদোর সঙ্গে তাঁর সম্পর্কের আদ্যোপান্তও।
জর্জিনার এই সিরিজ সামনে আসার আগেই বোমা ফাটালেন তাঁর আপনজনেরা। তাঁদের দাবি রোনালদোর সঙ্গে সম্পর্ক হওয়ার পর জর্জিনা আর তাঁদের খোঁজ রাখেন না। জর্জিনার সঙ্গে তাঁদের কোনো যোগাযোগও নাই বলে জানান তাঁরা।
জেসুসের মতো হতাশ জর্জিনার ৩৩ বছর বয়সী সৎ বোন প্যাট্রিসিয়া রদ্রিগেজও। তিনি বলেন, “আমার ছেলের জন্মদিনে আমি জর্জিনাকে বলেছিলাম সে রোনালদোর জার্সিতে তার স্বাক্ষর নিয়ে দিতে পারবে কি না! সে ‘না’ করে দিয়েছিল। ছুটির দিনে সে নাকি তাকে (রোনালদো) বিরক্ত করতে চায় না।’