হোম > খেলা > ফুটবল

রোনালদোকে পেয়ে আপনজনদের ভুলে গেছেন জর্জিনা

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সম্পর্কের কোনো কিছু মানুষের অজানা নয়। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোতে প্রায় শিরোনাম হন জর্জিনা। বর্তমানে নেটফ্লিক্সে প্রচারের অপেক্ষায় আছে তাঁর জীবনী নিয়ে বানানো ডকু-সিরিজ ‘আই এম জর্জিনা’। এই সিরিজে নিজের জীবনের অনেক কিছু তুলে ধরেছেন জর্জিনা। আছে রোনালদোর সঙ্গে তাঁর সম্পর্কের আদ্যোপান্তও। 

জর্জিনার এই সিরিজ সামনে আসার আগেই বোমা ফাটালেন তাঁর আপনজনেরা। তাঁদের দাবি রোনালদোর সঙ্গে সম্পর্ক হওয়ার পর জর্জিনা আর তাঁদের খোঁজ রাখেন না। জর্জিনার সঙ্গে তাঁদের কোনো যোগাযোগও নাই বলে জানান তাঁরা। 

জর্জিনার চাচা জেসুস হার্নান্দেজ জানান, তিনি মাদক চোরাচালানের অভিযোগে জেলে আটক থাকা জর্জিনার বাবাকে জেল থেকে ছাড়িয়ে আনতে সহায়তা করেছেন। তবে জর্জিনা সেসব কিছুই মনে রাখেননি। জেসুস বলেন, ‘সে (জর্জিনা) হয়তো আমাদের নিয়ে লজ্জিত। নিজেকে সে হয়তো আমাদের চেয়ে ভালো মনে করে, কারণ আমরা তার মতো বিলাসী জীবন যাপন করি না। আমি তার কাছে কখনো কোনো কিছু চাইনি। রোনালদোর সঙ্গে তার প্রেম হওয়ার পর থেকে সে এক বা দুইবার ফোন করেছিল।’ 

জেসুসের মতো হতাশ জর্জিনার ৩৩ বছর বয়সী সৎ বোন প্যাট্রিসিয়া রদ্রিগেজও। তিনি বলেন, “আমার ছেলের জন্মদিনে আমি জর্জিনাকে বলেছিলাম সে রোনালদোর জার্সিতে তার স্বাক্ষর নিয়ে দিতে পারবে কি না! সে ‘না’ করে দিয়েছিল। ছুটির দিনে সে নাকি তাকে (রোনালদো) বিরক্ত করতে চায় না।’

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

বিমানবন্দর থেকে ফিরে এলেন দুই প্রবাসী ফুটবলার, বিরক্ত পরিবার

কলকাতায় মেসির তিক্ত অভিজ্ঞতা, লন্ডভন্ড যুবভারতী স্টেডিয়াম

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বকাপে চাহিদার শীর্ষে যে ম্যাচের টিকিট