হোম > খেলা > ফুটবল

বর্ষসেরা কোচের লড়াইয়ে চ্যাম্পিয়ন স্কালোনির প্রতিদ্বন্দ্বী যাঁরা

২০২২ সালকে লিওনেল স্কালোনি বিশেষভাবে মনে রাখতেই চাইবেন। তাঁর অধীনে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ফিফার বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন স্কালোনি।

গতকাল ফিফা তাদের ওয়েবসাইটে বর্ষসেরা কোচের তালিকায় সেরা তিনজনের নাম প্রকাশ করেছে। স্কালোনির সঙ্গে বছরের সেরা কোচ হওয়ার দৌড়ে আছেন পেপ গার্দিওলা আর কার্লো আনচেলত্তি। ২৭ ফেব্রুয়ারি প্যারিসে বর্ষসেরা কোচের পুরস্কার তুলে দেবে ফিফা। 

ফিফা গঠিত একটি বিশেষজ্ঞ প্যানেল বর্ষসেরা কোচ হিসেবে প্রথমে পাঁচজনকে মনোনয়ন দিয়েছিল। স্কালোনি, গার্দিওলা ও আনচেলত্তির সঙ্গে ছিলেন ফ্রান্সের দিদিয়ের দেশম এবং মরক্কোর ওয়ালিদ রেগরাগুই। এই পাঁচজন থেকে সেরা কোচ নির্বাচনে ভোট দেন ফিফার সদস্যদেশগুরোর কোচ, অধিনায়ক, সাংবাদিক ও সমর্থকেরা। ভোটে প্রত্যেকের অংশ ছিল ভোটের ২৫ শতাংশ। প্রত্যেকে তিনটি ভোট দিয়েছেন। এক নম্বর ভোটের মান ৫, দুই নম্বর ভোটের মান ৩ এবং তিন নম্বর ভোটের মান ১ বিবেচনা করে ভোট যোগ করা হয়েছে। পাঁচজনের মধ্যে প্রাপ্ত ভোটে এগিয়ে আছেন স্কালোনি, গার্দিওলা ও আনচেলত্তি। তিনজনের মধ্যে সবচেয়ে বেশি ভোট কে পেয়েছেন, সেটি জানা যাবে পুরস্কার প্রদানের মঞ্চে। 

সেরার দৌড়ে থাকা আনচেলত্তি ২০২১–২২ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতেছেন। আনচেলত্তির অধীনে ২০২২ উয়েফা সুপারকাপও জিতেছিল লস ব্লাংকোসরা। গার্দিওলা সাফল্য পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। তাঁর অধীনে পাঁচবারের মধ্যে চতুর্থবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল ম্যানচেস্টার সিটি।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর