হোম > খেলা > ফুটবল

যেভাবে ‘এএফসি পরীক্ষা’র প্রস্তুতি নেবেন সাবিনারা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

জুনে নারী ফুটবল দলের এএফসি বাছাইয়ের আগে জানুয়ারিতে ক্যাম্প আর ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ—এই দুই পরিকল্পনা নিয়েই এগোতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এমনটাই জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ, ‘এএফসি বাছাই নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। মেয়েরা ছুটি শেষে জানুয়ারিতে ক্যাম্পে ফিরবে। এরপর ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলবে। দলটাও নতুন করে গোছাতে হবে।’

সাফ জেতার পর নভেম্বরে ছুটিতে যান সাবিনা-রুপনারা। একই সঙ্গে তাঁদের কোচ পিটার বাটলারও বড়দিনের জন্য দীর্ঘ ছুটি পান। তাঁরও জানুয়ারিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা।

সাফে নিয়মিত সাফল্য পাওয়া বাংলাদেশ নারী দলের এশিয়ান পর্যায়ে নেই কোনো প্রাপ্তি। মূল প্রতিযোগিতা দূরে থাক, বাছাইও টপকানো তাঁদের জন্য মহাকঠিন। রেকর্ড বলছে, ১৯৭৫ থেকে ২০১০ পর্যন্ত এই বাছাইয়ে অংশ নেওয়ার সুযোগ হয়নি মেয়েদের। ২০১৪ সালে এশিয়ান অঞ্চলের বাছাইয়ে তিন ম্যাচের তিনটিতেই হারেন তাঁরা। এরপর ২০১৮ সালে বাংলাদেশ নারী দল ছিল অনুপস্থিত। ২০২২ সালে দুই ম্যাচ খেলে জিততে পারেনি একটিও। এবার অন্তত নিজেদের ছাড়িয়ে যেতে চান সাবিনারা। সে জন্য পর্যাপ্ত প্রস্তুতি এবং সাফজয়ী দলটাকে আরেকটু সুন্দরভাবে সাজানোর পরিকল্পনা করছে বাফুফে।

নতুন বছরের ২৩ জুন শুরু হবে মেয়েদের এএফসি এশিয়ান কাপের বাছাই। চলবে ৫ জুলাই পর্যন্ত। আর ২১ মার্চ বাছাইয়ের ড্র। তার আগে তিন দফায় ফিফা উইন্ডোতে সাতটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। আর এএফসির বাছাইয়ে আট গ্রুপের সেরা আট দল পাবে মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ। ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় ১২ দল নিয়ে হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপের ২১তম আসর; যেখানে বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ৮ দল ছাড়া আরও চার দল—আগের আসরের চ্যাম্পিয়ন চীন, রানার্সআপ দক্ষিণ কোরিয়া আর তৃতীয় হওয়া জাপান এবং আয়োজক অস্ট্রেলিয়া খেলবে।

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে এক মাসে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন

সালাহকে কাঁদিয়ে ফাইনালে মানের সেনেগাল

শমিতকে ছেড়েই দিল তাঁর ক্লাব

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ লিগে যাত্রাবাড়ী