হোম > খেলা > ফুটবল

মেসিকে নিয়ে মায়ামি কোচের শঙ্কা কেন

লিওনেল মেসি কতটা ছন্দে আছেন, সেটা বলবে তাঁর পরিসংখ্যান। এপ্রিলে মেজর লিগ সকারে (এমএলএস) ৪ ম্যাচে ৬ গোল করে জিতেছেন টুর্নামেন্টের মাসসেরার পুরস্কার। তাঁকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইন্টার মায়ামির সহকারী কোচ হ্যাভিয়ের মোরালেস। 

এমএলএসে আগামীকাল অরলান্ডো সিটির বিপক্ষে ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। ইন্টার অ্যান্ড কোং স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় হবে ম্যাচটি। হাঁটুর চোটে ভুগতে থাকা মেসি খেলবেন কি না, তা এখনো অনিশ্চিত। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার অনুশীলনে কেমন করেন, সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মোরালেস। ইএসপিএনকে গত রাতে মায়ামির সহকারী কোচ বলেন, ‘মেসিকে আমরা আজ (মঙ্গলবার) আরও একবার পরীক্ষা করব। ট্রেনিং সেশনে কেমন অনুভব করে, সেটা দেখব। এটা দেখে সিদ্ধান্ত নেব।’

হাঁটুতে ব্যথা মেসি পেয়েছেন চলতি সপ্তাহের রোববার মন্ট্রিয়লের বিপক্ষে। তবু এমএলএসের ম্যাচটিতে পুরো ৯০ মিনিট খেলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। মেসির চোট প্রসঙ্গে মোরালেস আরও বলেন, ‘শনিবার মন্ট্রিয়লের বিপক্ষে হাঁটুতে ব্যথা পেয়েছে (ম্যাচ হয়েছে বাংলাদেশ সময় রোববার ভোরে)। পুরো ম্যাচ সে খেলেছে। ম্যাচ শেষের পর পায়ে বরফ লাগিয়েছে। খেলোয়াড়দের সঙ্গে গতকাল (সোমবার) অনুশীলন করেছে। অনুশীলনে সে অনেক কাজ করেছে। মাঠে জগিং করেছে, বাইসাইকেল নিয়ে ঘুরেছে।’ 

২১ জুন বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোপা আমেরিকা। সবশেষ ২০২১ কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের কাছে এবার তা শিরোপা রক্ষার লড়াই। মোরালেস যেন তেমনটাই বোঝাতে চাইলেন মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে। মায়ামির সহকারী কোচ বলেন, ‘ব্যক্তি মেসিকে চিনি এক বছর ধরে। সে (মেসি) খুবই প্রতিযোগিতামূলক এক ফুটবলার। যে ম্যাচটাই সে খেলে, জিততে চায়। তার সেরাটা দেয় সে। সে এখানে এসেছে লিগকে জাগাতে। এখন সে কোপা আমেরিকার জন্য প্রস্তুত হচ্ছে।’

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর