হোম > খেলা > ফুটবল

কোনো দলই নিল না জামালকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের দলবদল বন্ধ হয়ে গেছে গত রাতে। সবকিছুই হয়েছে স্বাভাবিক প্রক্রিয়ায়। তবে কিছুটা বিস্ময়কর—জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে দলে ভেড়ায়নি কোনো ক্লাব। ইতিমধ্যে সব ক্লাবই নিজেদের নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা জমা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। তালিকায় নেই ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার।

গত মৌসুমে বেশ নাটকীয়তার পর আবাহনী লিমিটেডের হয়ে খেলেছিলেন জামাল। আর্জেন্টিনার তৃতীয় স্তরের ক্লাব সোল ডি মায়োর সঙ্গে নানান জটিলতার কারণে চুক্তি বাতিল করেন তিনি। পরে যোগ দিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে আবাহনীতে। তবে ক্ষমতার পালাবদলে পরিস্থিতি বদলে যায়।

তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং ট্রেবল বিজয়ী শেখ রাসেল নিজেদের প্রত্যাহার করায়, প্রিমিয়ার লিগ ২০২৪-২৫ হবে ১০টি দল নিয়ে। নতুন মৌসুমে শেখ জামাল থেকে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম। বসুন্ধরা ছাড়লেন বিপলু আহমেদ, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া ও ইয়াসিন আরাফাত। দলে ভিড়িয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উইঙ্গার জ্যারেড খাসাকে।

বর্তমান রানার্সআপ মোহামেডান ছাড়লেন শাহরিয়ার ইমন, হাসান মুরাদ। ধরে রেখেছে মালির সোলেমান দিয়াবাতে, উজবেকিস্তানের মোজাফফরভ ও নাইজেরিয়ার ইমানুয়েল সানডে ও ইমানুয়েল টনিকে।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী