হোম > খেলা > ফুটবল

পেনাল্টি না দেওয়ায় রেফারির প্রতি ক্ষুব্ধ ক্লপ

ম্যানচেস্টার সিটির বিপক্ষে গতকাল অ্যানফিল্ডে লিভারপুলের জয়টা প্রাপ্য ছিল। কিন্তু সেটা হয়নি লুইস দিয়াজের সহজ দুটি সুযোগ মিস করায়। তাই ম্যাচ শেষে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে লিভারপুলকে। 

তবে দিয়াজের মিসের পরও ১-১ গোলের ড্রয়ের ম্যাচে জয়ের সুযোগ ছিল লিভারপুলের। তাদের সেই সুযোগটা দেওয়া হয়নি বলে অভিযোগ ইয়ুর্গেন ক্লপের। অল রেডদের কোচের দাবি, লিভারপুলকে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন ভিএআর অফিশিয়ালরা। 

ম্যাচ শেষে ক্ষুব্ধ ক্লপ বলেছেন, ‘এটা শতভাগ পেনাল্টি ছিল। তারা এখন একটা ব্যাখ্যা খুঁজে নেবে। মাঠের যেকোনো প্রান্তেই এটা শতভাগ ফাউল ছিল এবং সম্ভবত হলুদ কার্ডও। কেউ একজন আমাকে পরে বোঝাবেন, কীভাবে ওটা পেনাল্টি হয়নি? অথবা আগামীকাল হাওয়ার্ড (প্রফেশনাল গেম ম্যাচ অফিশিয়ালস লিমিটেডের প্রধান হাওয়ার্ড ওয়েব) আমাকে ফোন করে বলবে, সে দুঃখিত। সম্ভবত এই দুটির কোনো একটি হওয়ার কথা। কিন্তু তাতে ম্যাচের ফল বদলে যাবে না।’ 


লিভারপুলের পেনাল্টি না পাওয়ার ঘটনাটি ম্যাচের যোগ করা সময়ে ঘটে। ৯৯ তম মিনিটের সময় ম্যানসিটির বক্সে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের বুকে বুক দিয়ে আঘাত করেন সিটির ফরোয়ার্ড জেরেমি ডকু। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার। এমন ঘটনার সিদ্ধান্ত সাধারণত ভিএআরেই হয়। কিন্তু ভিএআর কক্ষে থাকা অ্যাটওয়েল ও তাঁর সহকারী নিক হপটন মাঠের রেফারি মাইকেল অলিভারকে রিভিউ করতে বলেননি। 

সিটি-লিভারপুলের ড্রয়ে লাভ হয়েছে আর্সেনালের। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গানাররা। সিটি কিংবা লিভারপুল জিতলে তাদের চূড়ায় থাকা হতো না। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট ক্লপের দলেরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে অলরেডরা। অন্যদিকে ৬৩ পয়েন্ট নিয়ে তিনে সিটি।

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক