হোম > খেলা > ফুটবল

আজারবাইজানের কাছেও ঋতুপর্ণাদের হার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশের শামসুন্নাহার জুনিয়রকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা আজারবাইজানের এক খেলোয়াড়ের। ছবি: আজকের পত্রিকা

প্রীতি ম্যাচ কি তাহলে অভিশাপ বাংলাদেশের জন্য? আপাতদৃষ্টিতে সেটাই মনে হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে একের পর এক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও ঋতুপর্ণা-আফঈদারা খেই হারিয়ে ফেলেন প্রীতি ম্যাচে। ঘরের মাঠে এক বছর পর খেলতে নেমে ত্রিদেশীয় সিরিজেও বদলাতে পারেননি চিত্র। সর্বশেষ আজারবাইজানের কাছে আজ হেরে বসেছেন ২-১ গোলে।

জাতীয় স্টেডিয়ামে ১৬ মিনিটে সেভিঞ্জ জাফারজাদের ফ্রি কিক বাংলাদেশ গোলরক্ষক রুপনা চাকমা ফিরিয়ে দেন কর্নারের বিনিময়ে। বিপদের ঘনঘটা আবার আসে ১৯ মিনিটে। এবার ঠিকই গোলে পরিণত করেন জাফরজাদে। ইসরা মানিয়ার ক্রসে দারুণ এক হেডে জাল কাঁপান আজারবাইজান অধিনায়ক। চোখের জলে গোলটি উৎসর্গ করেন ৫ বছর আগে না ফেরার দেশে চলে যাওয়া মাকে। সেটা বুঝতে কোনো অসুবিধা ছিল না, যখন তিনি ক্যামেরার সামনে তুলে ধরেন এক টি-শার্ট। যেখানে লেখা ছিল, ‘মায়েরা কখনো মরে না। তুমি সব সময় আমরা হৃদয়ে আছো।’

সেই গোল অবশ্য বাংলাদেশের হৃদয়ে ম্যাচে ফেরার তাড়না জোগায়। ৩২ মিনিটে ঋতুপর্ণা চাকমার থ্রু পাস ধরে মনিকা চাকমা শটও নিয়েছিলেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ান আজারবাইজান গোলরক্ষক আইতাজ শারিফোভা।

এরপর আর বেশি অপেক্ষা করতে হয়নি। ৩৪ মিনিটে চোখধাঁধানো এক গোলে সমতা ফেরান মারিয়া মান্দা। স্বপ্না রানীর কর্নার থেকে আসা বল আইতাজ ফিস্ট করে ফিরিয়ে দিলেও বল থাকে বক্সের ভেতর। মারিয়ার কাছে বল আসতেই অসাধারণ এক ভলিতে জাল খুঁজে নেন তিনি। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর প্রথম গোল।

সমতায় ফিরে স্বস্তিতে থাকার সুযোগ ছিল। প্রতিপক্ষ যে র‍্যাঙ্কিংয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা ইউরোপের দল আজারবাইজান (৭৪)। প্রথমার্ধ শেষ করার আগে গোলের হাত থেকে বাঁচান রুপনা।সতীর্থের পাস হেডে বের করে নিয়েছিলেন ইসরা। তবে আজারবাইজানের এই মিডফিল্ডার শট নেওয়ার আগেই ছুটে এসে বল গ্লাভসে জমান রূপনা।

বিরতির পর বাংলাদেশের কাছে সুযোগ আসে ৫২ মিনিটে। বাঁ প্রান্ত দিয়ে ঋতুপর্ণা চাকমার ক্রসে মনিকা চাকমার হেড খুঁজে পায়নি লক্ষ্য। আক্রমণে গতি বাড়াতে বাংলাদেশ কোচ পিটার বাটলার তাই আনেন পরিবর্তন। ৬৮ মিনিটে তহুরা খাতুনের জায়গায় উমেহলা মারমা ও শামসুন্নাহার জুনিয়রের জায়গায় নামান মোসাম্মৎ সুলতানা৷ তারপরও কেঁপে উঠতে থাকে বাংলাদেশের রক্ষণ। রুপনাকে থাকতে হয় ব্যতিব্যস্ত। ৮৩ মিনিটে আর জাল রক্ষা করতে পারেননি। অবশ্য এখানে তাঁর চেয়ে দায়টা বেশি রক্ষণের। ইয়েলিজ আকারের ক্রস ইসরা জালে পাঠানোর আগে একেবারেই ছিলেন ফাঁকায়। তাঁকে মার্ক করার জন্য কোনো ডিফেন্ডারকেই পাওয়া যায়নি তখন।

এর আগে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ। এনিয়ে টানা চার ম্যাচে এল পরাজয়। মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ খেলতে যাওয়ার আগে তাই প্রশ্ন উঠছে হার থেকে কি শিক্ষা নিতে পারবেন ঋতুপর্ণা আফঈদারা।

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল

সিঙ্গাপুর-হংকং-ভারত ম্যাচ থেকে ৪ কোটি টাকার বেশি আয় বাফুফের

প্রিমিয়ার লিগে গোলের ‘সেঞ্চুরিতে’ দ্রুততম হালান্ড

আতলেতিকোর বিপক্ষে বার্সার জয় ‘মৌসুমের সেরা ম্যাচগুলোর একটি’

হামজায় অনুপ্রাণিত হয়ে মারিয়ার এমন গোল