হোম > খেলা > ফুটবল

প্রিমিয়ার লিগে অভিষেকেই লাল কার্ড দেখলেন ফেলিক্স

চেলসিতে হোয়াও ফেলিক্সের অভিষেকটা হলো ভুলে যাওয়ার মতোই। দল তো হেরেছেই, এমনকি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে পর্তুগিজ এই স্ট্রাইকারকে।

গতকাল ক্রেভেন কটেজ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় ফুলহাম-চেলসি। ম্যাচের ৫৮ মিনিটে ফুলহাম ডিফেন্ডার কেনি তেতেকে বাজেভাবে ফাউল করেছিলেন ফেলিক্স। যার ফলে পর্তুগিজ এই ফরোয়ার্ডকে লাল কার্ড দেখান রেফারি। ২২ তম ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচে মাঠ ছাড়ার লজ্জার রেকর্ডে নাম লেখালেন ফেলিক্স। 

১০ জনের চেলসি ম্যাচ হেরেছে ২-১ গোলে। ২৫ মিনিটে উইলিয়ানের গোলে এগিয়ে যায় ফুলহাম। ৪৭ মিনিটে কালিদু কৌলিবালির গোলে সমতায় ফিরেছিল চেলসি। আর ৭৩ মিনিটে কার্লোস ভিনিসিউসের গোলে এগিয়ে যায় ফুলহাম। ভিনিসিউসের এই গোলটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

আতলেতিকো মাদ্রিদ থেকে এসে চেলসিতে ধারে খেলছেন ফেলিক্স। চলতি মৌসুমের শেষ পর্যন্ত ৯৭ লাখ পাউন্ডের ধারচুক্তিতে চেলসিতে খেলবেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ২১৯ ম্যাচে করেছেন ৬৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩৫ গোলে। আতলেতিকোর হয়ে ১৩১ ম্যাচে ৩৪ গোলের পাশাপাশি ১৮ গোলে অ্যাসিস্ট রয়েছে পর্তুগিজ এই ফুটবলারের।

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা