হোম > খেলা > ফুটবল

মেসি-এমবাপ্পের রেকর্ডের রাত

লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পে দুজনই রেকর্ডের হাতছানি নিয়ে নঁতের বিপক্ষে খেলতে নেমেছিলেন। গতকাল নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেস তাঁদের অপেক্ষায়ও রাখেনি। নঁতেকে ৪-২ গোলে হারানোর ম্যাচে দুজনই নিজ নিজ রেকর্ড গড়েছেন।

শুরুটা করেছেন মেসি। ১২ মিনিটে গোল করে দলকে এগিয়ে তো দিয়েছেন, সঙ্গে নতুন এক মাইলফলকও অর্জন করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। ক্লাব ক্যারিয়ারে গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে ১০০০ ছুঁয়েছেন তিনি। ৭০১ গোলের সঙ্গে ২৯৯ গোলে সহায়তা করেছেন পিএসজি তারকা। এই মাইলফলক ছুঁতে ৮৪০ ম্যাচ খেলেছেন এলএম টেন।

সঙ্গে এই মৌসুমে সরাসরি ৫০ গোলে অবদানও রেখেছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজে ৩০ গোল করার সঙ্গে সতীর্থদের দিয়ে ২০ গোল করিয়েছেন তিনি। ফিফটি করতে ম্যাচ খেলেছেন ৩৯টি। 

অন্যদিকে ম্যাচের অতিরিক্ত সময়ে রেকর্ড গড়েছেন এমবাপ্পে। ম্যাচের নির্ধারিত সময় শেষে যখন অতিরিক্ত সময়ের খেলা চলছিল, ঠিক সে সময় গোল করে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন ফরাসি তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১ গোল করে পিএসজির গোলের রাজা এখন তিনিই। 

এই রেকর্ড গড়তে ২৪৭ ম্যাচ খেলেছেন এই স্ট্রাইকার। এত দিন ২০০ গোল নিয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছিল এডিনসন কাভানির। অনেক আগেই ক্লাব ছাড়ায় এমবাপ্পকে ধরার সুযোগ নেই উরুগুইয়ান তারকার। তবে গোলের রেকর্ডটা বাড়িয়ে নেওয়ার অনেক সময় পাচ্ছেন ফরাসি তারকা। 

গতকাল দলের হয়ে অন্য দুই গোলের একটি করেছেন মিডফিল্ডার দানিলো পেরেইরা। আর বাকি গোলটি আত্মঘাতী করেছেন প্রতিপক্ষের ডিফেন্ডার জাইয়েন হাদজাম। প্রতিপক্ষদের হয়ে ২ গোল শোধ করেছেন লুডোভিক ব্লাস ও ইগনাশিয়াস গানাগো।

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে