হোম > খেলা > ক্রিকেট

ম্যাচ জয়ের কথা কল্পনাও করেননি তামিম 

টানা দুটি রোমাঞ্চকর জয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। যেখানে চেমসফোর্ডে গতকাল সিরিজের তৃতীয় ওয়ানডে যেন ‘থ্রিলার মুভি’।শেষ বলে নিষ্পত্তি হওয়া এই ম্যাচে ৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডেতে জয়ের কথা কল্পনাও করতে পারেননি তামিম ইকবাল।

বাংলাদেশের দেওয়া ২৭৫ রানের লক্ষ্যে নামা আয়ারল্যান্ডের ৪১ ওভার শেষে স্কোর ছিল ৩ উইকেটে ২২৩ রান। ম্যাচের ভোল পাল্টানো শুরু হয় এর পর থেকেই। ৪২তম ওভারের পঞ্চম বলে হ্যারি টেক্টরকে ফিরিয়ে চতুর্থ উইকেটের ৭৯ রানের জুটি ভাঙেন। এরপর খুব দ্রুত মোস্তাফিজ আরও দুই উইকেট তুলে নেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা আয়ারল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেটে করে ২৭০ রান। এমন রোমাঞ্চকর জয়ের কথা কল্পনাও করতে পারেননি তামিম। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক বলেন, ‘যদি আমি বলি, আমার বিশ্বাস ছিল ম্যাচ জেতার তাহলে ভুল বলা হবে। একটা সময়ে আমি ধরেই নিয়েছিলাম ম্যাচ হাত ফসকে বেরিয়ে গেছে। কিন্তু যখন ক্যাম্ফার ও টাকারের উইকেট তুলে নিলাম, তখন বিশ্বাস করতে শুরু করলাম। বোলিং আক্রমণ ভালো হলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়।’ 

বাংলাদেশের এই রোমাঞ্চকর জয়ের দিনে রানে ফিরেছেন তামিম। ওয়ানডেতে টানা ৯ ইনিংস পর ফিফটির দেখা পেয়েছেন। ৮২ বলে ৬৯ রান করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক, যা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ৫৬তম ফিফটি।

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ