হোম > খেলা > ক্রিকেট

‘ভারতকে হারানো হবে ইতিহাস’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতের মেয়েদের বিপক্ষে এখনো টেস্ট খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৮ ম্যাচে। পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে ওয়ানডে এখনো তাদের বিপক্ষে জয়হীন বাংলাদেশ। টি-টোয়েন্টি ১৩ বারের দেখায় বাংলাদেশের মেয়েরা জিতেছে দুটিতে। ঘরের মাঠে আগামীকাল থেকে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

এরপর আছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ঘরের মাঠে ভারতের মেয়েদের বিপক্ষে সিরিজ জেতার আশা বাংলাদেশের মেয়েদের। আগামীকাল প্রথম টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে এই আশার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও কোচ হাসান তিলকরত্নে। ছয় ম্যাচের মধ্যে কতটি জেতার লক্ষ্য আছে বাংলাদেশের—এমন প্রশ্নে জ্যোতি প্রশ্নকর্তার কাছে পাল্টা জানতে চান, ‘একই প্রশ্ন যদি আপনাকে করা হয়, আপনার লক্ষ্য কী? কোনটা করলে আপনাদের বেশি ভালো লাগবে? ছয় ম্যাচে কয়টা ম্যাচ আমাদের জেতা উচিত?’ 

এরপর জ্যোতি বলেছেন, ‘এটা হচ্ছে বিশ্বাসের ওপর নির্ভর করে। আপনারা এটা বিশ্বাস করছেন কি না। আপনারা কি বিশ্বাস করছেন আমরা তাদের বিপক্ষে ম্যাচ জিততে পারব? আমাদের বিশ্বাস আছে, আমরা তাদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলব। সবচেয়ে বড় কথা, সিরিজ জয় সবাই চায়। কারণ বাংলাদেশের মাটিতে বাংলাদেশের পতাকা ওড়ানোর মতো আনন্দের কোনো কিছু হতে পারে না। আমরা পুরো দল জানি যে, এই মাঠে আমাদের জন্য ম্যাচ জেতা কতটা গুরুত্বপূর্ণ। সিরিজ জিতলে এটা অসম্ভব একটা গৌরবের ব্যাপার হবে এবং এটা ইতিহাস হয়ে থাকবে।’ 

কাজটা যে কঠিন, সেটাও অজানা নয় বাংলাদেশ দলের। মেয়েদের ক্রিকেটে, বিশেষ করে উপমহাদেশে অন্য দলগুলোর চেয়ে যোজন যোজন এগিয়ে ভারতের মেয়েরা। তবে বাংলাদেশ দলের কোচ হাসান তিলকরত্নে মনে করেন, ‘কেন নয় (সিরিজ জেতা) ? কেন আমরা সিরিজ জিততে পারব না? আমাদের সব ধরনের অস্ত্রই আছে। আমরা সিরিজ জিততে পারি। ইতিবাচক থাকা গুরুত্বপূর্ণ।’

‘ইংল্যান্ড দলে মদ্যপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত