‘উড়াই চলো স্বপ্নডানা, আকাশ ছুঁতে নেই যে মানা’-চারিথ আসালাঙ্কার কাছে গতকাল ব্যাপারটা ছিল যেন এমনই। যুদ্ধ জয়ের আনন্দে তিনি যেন শূন্যে উড়ছেন। তাঁর এই শূন্যে ওড়ার আনন্দ ছুঁয়ে গেছে পুরো শ্রীলঙ্কা দলকে। ম্যাচসেরার পুরস্কার না পেলেও পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের পর তিনিই যেন এখন নায়ক।
শ্রীলঙ্কা-পাকিস্তান ‘অলিখিত সেমিফাইনাল’ ম্যাচ অবশ্য উত্তেজনাপূর্ণ হওয়ার কথা ছিল না। বৃষ্টি আইনে ৪২ ওভারে শ্রীলঙ্কার লক্ষ্য ছিল ২৫২ রান। আসালাঙ্কা যখন ব্যাটিংয়ে নামেন তখন লঙ্কানদের দরকার ৭৪ বলে ৭৫ রান, হাতে ৭ উইকেট। শুরুতে তাঁকে কিছুটা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছিল। তবে পাকিস্তানি ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগ নিয়ে বেঁচে যান। কুশল মেন্ডিসকে নিয়ে লঙ্কানদের জয়ের পথে সাবলীলভাবে এগিয়ে নিতে থাকেন আসালাঙ্কা।
মেন্ডিস-আসালাঙ্কার ব্যাটিং দেখে মনে হচ্ছিল যেন লঙ্কানরা হেসেখেলেই ম্যাচ জিতবে। শেষ ৭ ওভারে দরকার ছিল ৪২ রান, হাতে তখনও ৭ উইকেট। এরপর থেকেই ম্যাচের গতিপথ পাল্টাতে থাকে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা লঙ্কানদের জন্য জয়ও কঠিন হতে থাকে। তবু একপ্রান্তে আগলে খেলতে থাকেন আসালাঙ্কা। লঙ্কান এই বাঁহাতি ব্যাটারকে দিতে হয় চূড়ান্ত অগ্নিপরীক্ষা। শেষ দুই বলে ২ উইকেট হাতে নিয়ে লঙ্কানদের দরকার হয় ৬ রান। স্বীকৃত ব্যাটার বলতে শুধু আসালাঙ্কাই। জামান খানের করা পঞ্চম বলে মেরেছেন চার। এরপর শেষ বলে ২ রান নিতেই উল্লাসে ফেটে পড়ে লঙ্কান ডাগআউট। ফাইনালে ওঠার আনন্দে তাঁকে সতীর্থরা জড়িয়ে ওঠেন। ৪৭ বলে ৪৯ রান করে অপরাজিত ছিলেন আসালাঙ্কা।
শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার কণ্ঠেও ঝরেছে আসালাঙ্কাকে নিয়ে প্রশংসার বাণী। আসালাঙ্কার মধ্যে বড় খেলোয়াড় হওয়ার সম্ভাবনা দেখছেন শানাকা, ‘ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই ছিল। তবে ম্যাচে আমাদের শেষ পর্যন্ত থাকতে হতো। আমরা তাদেরকে ফিরে আসার কিছু সুযোগ দিয়েছি। তবে চারিথ চাপ সামলে খেলেছে। চারিথ দারুণ খেলোয়াড়। তার মধ্যে বড় খেলোয়াড় হওয়ার গুণ রয়েছে।’