হোম > খেলা > ক্রিকেট

আইরিশদের হারিয়ে বাছাইয়ের চ্যাম্পিয়ন জ্যোতিরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে আয়ারল্যান্ড নারী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইরিশদের ৭ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

টস জিতে আগে ব্যাটিং করে ফারজানা হকের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২০ রান করে বাংলাদেশ। ১২১ রানে লক্ষ্য তাড়া করতে নেমে খেই হারায়ে আইরিশ মেয়েরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১১৩ রানে থামে আয়ারল্যান্ড মেয়েদের ইনিংস।

আয়ারল্যান্ডের পক্ষে নয়ে নামা আর্লিন কেলি সর্বোচ্চ ২৮ রান করেন। বাংলাদেশের হয়ে রুমানা আহমেদ ৩টি, সানজিদা, নাহিদা ও সোহেলী দুটি করে উইকেট নেন। এর আগে ব্যাট করতে নেমে ৩.৫ ওভারে ২৩ রান তুলেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হক। ৬ রান করে বিদায় নেন মুর্শিদা। এ দিন ব্যাট হাতে ব্যর্থ হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৬)। তৃতীয় উইকেটে ফারজানা ও রুমানার জুটি আসে ৪৯ রান। ২০ বলে ২ চারে ২১ রানে সাজ ঘরে ফেরেন রুমানা। একাই দলকে টেনে নেন ফারজানা। ৫৫ বলে ৭ চারে ৬১ রান করেন তিনি।

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও

ভারতের বিপক্ষে বিতর্কিত মন্তব্য করে বিদ্রূপের শিকার আফ্রিদি

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা

আইসিসির মান অনেক নিচে নেমে যাচ্ছে, বলছেন ভারতীয় ক্রিকেটার