অ্যাডিলেড টেস্টে হার এড়াতে পারল না ইংল্যান্ড। পঞ্চম দিনের প্রতিরোধ গড়ে ড্রয়ের সম্ভাবনা জাগিয়েও হার এড়াতে ব্যর্থ জো রুটের দল। ২৭৫ রানের বড় জয়ে অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
আজ পঞ্চম দিনের শুরুতেই ব্যাটিংয়ে নামা জশ বাটলার অবশ্য নিজের সর্বোচ্চ চেষ্টাই করেছেন টেস্ট বাঁচাতে। দিনের শুরু থেকে উইকেটের এক পাশ আগলে রেখে দলকে এগিয়ে নিয়েছেন এই ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটার। ২৫৮ মিনিট উইকেটে কাটিয়ে শেষ সেশনে আউট হওয়ার আগে করেন ২০৭ বলে ২৬ রান। ৮ উইকেট হারিয়ে ১৮০ রান তুলেই চা-বিরতিতে গিয়েছিল ইংল্যান্ড। টেস্ট বাঁচাতে বাকি ২ উইকেটে কাটিয়ে দিতে হতো দিনের বাকি সময়। কিন্তু শেষ সেশনের তৃতীয় ওভারেই সেই সম্ভাবনা উবে যায় ঝাই রিচার্ডসনের বলে বাটলার হিট উইকেট হয়ে আউট হলে। এর ৩ ওভার পর জেমস অ্যান্ডারসনকেও ফেরান রিচার্ডসন।
এর আগে অস্ট্রেলিয়ার দেওয়া ৪৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৮২ রান তুলতেই গতকাল চার উইকেট হারায় ইংল্যান্ড। আজও দিনের শুরুটাও ভালো হয়নি ইংলিশদের। দ্বিতীয় ওভারে মিচেল স্টার্কের বলে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওলি পোপ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। যা একটু সম্ভাবনা জাগিয়ে রেখেছিলেন বাটলার। সেটিও মিইয়ে যায় তৃতীয় সেশনের শুরুতে তিনি ফিরে গেলে।
অস্ট্রেলিয়া অবশ্য জয়ের ভিত গড়েছিল প্রথম ইনিংসেই। মারনাস লাবুশেনের সেঞ্চুরি আর স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারের নব্বই পেরোনো ইনিংসের সুবাদে ৯ উইকেটে ৪৭৩ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৩৬ রানে। তবু রুটের দলকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ২৩৭ রানের লিডের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ২৩০ রান যোগ করে অস্ট্রেলিয়া। চতুর্থ ইনিংসে জয়ের জন্য ইংল্যান্ডকে ৪৬৮ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ইংল্যান্ড থামে ১৯২ রানে।