হোম > খেলা > ক্রিকেট

‘সাকিবের না থাকা দলে প্রভাব ফেলবে না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দল ঘোষণার ঘণ্টাখানেকের ভেতর নিউজিল্যান্ড সফরে যেতে না চেয়ে বিসিবিকে চিঠি দেন সাকিব আল হাসান। সাকিবের চিঠি গ্রহণ করা নিয়ে এখনো কিছু জানায়নি বিসিবি। এর মধ্যেই চলছে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট। ঢাকা টেস্টে বৃষ্টির বাগড়া থাকলেও সাকিবকে নিয়ে আলোচনায় কোনো কিছুই যেন বাধা হতে পারছে না। 

দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণার পর দলের প্রতিনিধি হয়ে কথা বলতে আসেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল। সেখানেও এল সাকিব প্রসঙ্গ। বাংলাদেশের সর্বশেষ দুটি নিউজিল্যান্ড সফরেও ছিলেন না সাকিব। বিশ্বকাপের পর ঘরের মাঠেও একের পর এক হারে যখন দলের নাজেহাল অবস্থা, মিরপুর টেস্ট শেষেই আবার সাকিবকে পাবে না দল। নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে যেখানে বাংলাদেশের অতীত রেকর্ড শঙ্কা জাগানিয়া সেখানে সাকিবকে না পাওয়া ক্ষতিই বটে। 

তবে বাংলাদেশ ফিল্ডিং কোচ মিজানুর জানালেন, ‘সাকিবের থাকা না থাকা দলে কোনো প্রভাব ফেলবে না। তাঁর মতে, এটা (নিউজিল্যান্ড সফরে যেতে না চাওয়া) সাকিবের ব্যক্তিগত ব্যাপার। বোর্ডের বিষয়। এটা (সাকিবের না থাকা) দলে কোনো প্রভাব ফেলে না। অন্যান্যরা তাদের ও দলের পারফরম্যান্স নিয়ে চিন্তা করে। কেউ না গেলে তাকে নিয়ে চিন্তা করার সুযোগ নেই।’ 

তবে নিউজিল্যান্ডে জেতার জন্য যাবেন জানিয়েছে মিজানুর বলেছেন, ‘আমরা জেতার জন্যই যাব। সাকিব বা অন্য আরও ভালো খেলোয়াড়েরা গেলে অবশ্যই দলের শক্তি বাড়ে। এখানে আমরা যদি শুরুতেই অন্য মানসিকতা নিয়ে যাই, তাহলে তো ওখানে ভালো কিছু করার প্রশ্নই আসে না।’

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার