হোম > খেলা > ক্রিকেট

দুর্দান্ত সাকিবে খুলনাকে হারিয়ে জয়ের ধারায় বরিশাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৪৫ রানের পুঁজি নিয়েই খুলনা টাইগার্সকে হারিয়ে দিল ফরচুন বরিশাল। সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্সের সুবাদে বরিশাল জিতেছে ৬ রানে। আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ৭ বল বাকি থাকতে ১৪৫ রানে গুটিয়ে যায় বরিশাল। জবাবে ৬ উইকেটে ১৩৯ রান তুলতে সক্ষম হয় মুশফিকুর রহিমের খুলনা।
 
বঙ্গবন্ধু বিপিএলে পঞ্চম ম্যাচে এটা তৃতীয় জয় বরিশালের। বিপরীতে পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে খুলনা। মুশফিকদের হারের আয়োজন করে দিয়েছেন বরিশালের দুই স্পিনার সাকিব ও মুজিব উর রহমান। এই দুজন ৮ ওভারে ২৩ রান দিয়েছেন। মুজিব কোনো উইকেট পাননি। বরং দুই উইকেট নেওয়া সাকিবের চেয়ে ৩ রান বেশি দিয়েছেন। একটি মেডেন অবশ্য নিয়েছেন আফগান স্পিনার। 
 
তাঁদের দারুণ বোলিংয়ে আস্কিং রেটের চাপ পেয়ে বসে খুলনাকে। চাপটা আর সামলে উঠতে পারেনি খুলনা। শুরুর ১০ ওভারে ৩৫ রানে ৪ উইকেট খুইয়ে একরকম ম্যাচ থেকে ছিটকে পড়ে দলটি। পরে প্রতিরোধ গড়েন মুশফিক ও ইয়াসির আলী। পঞ্চম উইকেটে দুজন যোগ করেন ৭৯ রান। জুটিটা কেবল হারের ব্যবধান কমিয়েছে মাত্র। ২২ বলে ৩৩ রান করেন মুশফিক। ৩৪ বলে ৫৭ রানের বিধ্বংসী ইনিংসে অপরাজিত থাকেন ইয়াসির। চারটি চার ও তিন ছক্কায় ইনিংস সাজান তিনি।
 
শুধু বোলিংই নয়, ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাকিব। ২৭ বলে দুই চার ও তিন ছক্কায় ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বরিশাল অধিনায়ক। তাঁর সঙ্গী নাজমুল হোসেন শান্ত ৪০ বলে দলীয় সর্বোচ্চ ৪৫ রান করেন। বরিশাল লড়াকু পুঁজি পেয়েছে এই দুজনের সৌজন্যেই। শেষ দিকে ৬ বলে ১২ রান করেন মুজিব। নুরুল হাসান সোহান ৯ বলে ১০ রানে আউট হন।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ