হোম > খেলা > ক্রিকেট

‘যাদের হাজার কোটি টাকা আছে, তাদের বিপিএলে আসা উচিত’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সবশেষ বিপিএলে বিতর্কিত ফ্র্যাঞ্চাইজি ছিল চিটাগং কিংস। ফাইল ছবি

যে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!

ক্রিকেটারসহ দলসংশ্লিষ্টদের পাওনা পারিশ্রমিক সময়মতো পরিশোধ না করা তো রয়েছেই, সবশেষ বিপিএলে চিটাগং বারবার আলোচিত-সমালোচিত ছিল। এখন পর্যন্ত পাওনা পরিশোধ করতে পারেনি চিটাগং। বকেয়া থাকা ফ্র্যাঞ্চাইজিদের এবার কিছুতেই অংশ নিতে অনুমতি দেবে না বলে জানিয়েছে বিসিবি। সামির আজ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটা আমি এখনো বলতে পারছি না। যতক্ষণ না বিসিবির সঙ্গে বসছি, ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারছি না। আমরা যতটুকু শুনেছি, তারা সবকিছু নতুনভাবে ফরম্যাট তৈরি করবে। ওসব না দেখে আসলে বলা যাচ্ছে না। আমাকে বিশ্লেষণ করতে হবে, তারপর বলতে পারব। তাদের ফরম্যাটে এখন যদি আসে ফ্র্যাঞ্চাইজি ফি ১০ কোটি টাকা, লভ্যাংশে কী আসবে না আসবে, না দেখে আমি কিছুই বলতে পারি না।’

সামির মনে করেন, বিপুল টাকার মালিক যাঁরা, তাঁদেরই বিপিএলে আসা উচিত, ‘আমি তো মনে করি, যাদের হাজার কোটি টাকা আছে, তাদের বিপিএলে আসা উচিত। আমার কাছে হাজার কোটি টাকা নাই, আমার কাছে যা আছে ক্রিকেটের প্রতি ভালোবাসা। সেটার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করব।’

বিসিবির ৪৬ কোটি টাকার উকিল নোটিশ নিয়ে সামির কাদেরের ব্যাখ্যা, ‘ফিগারটা ৪৬ কোটি টাকার। এটা না তাদের (বিসিবি) কাছে কোনো জবাব আছে, না আমার কাছে কোনো জবাব আছে। বাজারে কিন্তু ঘুরছে ৪৬ কোটি টাকা। এই অঙ্কটা কোথা থেকে আসছে, কারও কাছে কোনো উত্তর নেই।’ তাঁর দাবি, অজান্তেই ৪৬ কোটি টাকার নোটিশ দেওয়া হয়েছে চিটাগং কিংসকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক