জাওয়াদ আবরার ও মোহাম্মদ হাসানুজ্জামানের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। আসাম অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচের প্রথম ইনিংস বাংলাদেশ ঘোষণা করেছে ৮ উইকেটে ৪৩১ রানে।
আসামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। গতকালই বাংলাদেশের হয়ে সেঞ্চুরি তুলেছিলেন জাওয়াদ ও হাসানুজ্জামান। জাওয়াদ থামেন ব্যক্তিগত ১৩৯ রানে এবং আজ হাসানুজ্জামান করেছেন ১১৪ রান।
উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ১২০ রানের স্কোর এনে দেন ওপেনার জাওয়াদ ও মুবিন আহমেদ। ২২ রান করে মুবিন ফিরলে ভাঙে এই জুটি। এরপর নিয়মিত বিরতিতে দুই ব্যাটার ফিরলে পাঁচে এসে জাওয়াদকে দারুণ সঙ্গ দেন কালাম সিদ্দিকী এলিন। তাদের ৬৩ রানের জুটি ভাঙে জাওয়াদের বিদায়ে।
পঞ্চম উইকেটের জুটিতে এলিনের সঙ্গে স্কোরবোর্ডে আরো ১৭০ রান যোগ করেন হাসানুজ্জামান। ৭২ রানে ফেরেন এলিন। আজ সকালের সেশনে ১১৪ রানে থামেন হাসানুজ্জামানও। পরে বাকিরা মিলে দলকে ৪৩১ রানের পুঁজি এনে দিলে ৮ উইকেটে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।