হোম > খেলা > ক্রিকেট

কেউ এসেই বদলে দেবে, বিশ্বাস করেন না সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টি-টোয়েন্টিতে ভালো করতে পুরো কাঠামোগত পরিবর্তনের পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার জন্য শুরুতে এই সংস্করণের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। এবার টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কোচ শ্রীধরন শ্রীরাম। তবে সবকিছুর পরিবর্তন হাতেনাতে দেখা মিলবে না বলে মনে করেন সাকিব। কেউ এসেই দৃশ্যপট বদলে দেবেন, এমনটা মানতে নারাজ এই অলরাউন্ডার। 

আজ রাজধানীর বাড্ডায় একটি অনুষ্ঠানে এসে এ কথা বলেন সাকিব। এশিয়া কাপ নিয়ে নিজের লক্ষ্যের কথা বলতে গিয়ে এই অলরাউন্ডার বলেছেন, ‘আমরা মনে হয় না খুব বেশি কিছু আশা করার আছে এখানে। যেহেতু তিনি (শ্রীরাম) অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে ৫ জন বছর ছিলেন, আর আমাদের বিশ্বকাপটাও অস্ট্রেলিয়াতে, তাঁর অভিজ্ঞতা আমাদের কাজে আসবে।’ 

‘এ টি-টোয়েন্টি বা এশিয়া কাপে কতটুকু সফলতা আসবে বলাটা মুশকিল। খুবই স্বল্প সময়। কিন্তু আমি যেটা বললাম, এখানে আমাদের সবার একটা দায়িত্ববোধ আছে যার যার জায়গা থেকে। কোচিং স্টাফ থেকে শুরু করে সাপোর্ট স্টাফ, বিসিবি— সবাই যদি একসঙ্গে কাজ করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় একটা পথযাত্রা শুরু হবে’, যোগ করেন সাকিব। 

টি-টোয়েন্টির দায়িত্ব পাওয়াকে কীভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেছেন, ‘দেশকে প্রতিনিধিত্ব করতে পারা তো সব সময়ই গর্বের বিষয়। তাই আমি খুবই আনন্দিত, উত্তেজিত এবং নতুন চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত মনে করি।’ 

এশিয়া কাপে অধিনায়কের লক্ষ্য কী থাকবে, এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘আমার কাছে কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে গিয়ে যেন আমরা ভালো করতে পারি। তার প্রস্তুতি হিসেবে এগুলো। আমি যদি মনে করি, একদিন-দু’দিনে কিছু বদলে দিতে পারব কিংবা অন্য কেউ এসে বদলে দেবে তাহলে আমরা আসলে বোকার রাজ্যে বাস করছি। যদি আপনি বাস্তব চিন্তা করেন, তিন মাস সময় আছে বিশ্বকাপের জন্য। একটা যদি উন্নতি দেখতে পারেন দলে, ওটাই আমাদের আসল উন্নতি।’

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে