হোম > খেলা > ক্রিকেট

বয়স চুরির অভিযোগে পাকিস্তানে বন্ধ হয়ে গেল দুটি টুর্নামেন্ট

বয়স চুরির অভিযোগে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দুটি টুর্নামেন্ট মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন করে বয়স পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। 

গত ১১ জানুয়ারি থেকে মুলতান ও করাচিতে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৬ পর্যায়ের বয়সভিত্তিক দুটি টুর্নামেন্ট। কিন্তু নির্দিষ্ট বয়সসীমার চেয়ে বেশি বয়সী খেলোয়াড়ও খেলছে বলে অভিযোগ পাওয়া যায়। অনেকটা বাধ্য হয়েই তাই নতুন করে বয়স পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। 

পিসিবির চেয়ারম্যান হওয়ার পর থেকেই এসব বিষয়ে নিজের কঠোর অবস্থানের কথা জানান রমিজ রাজা। এ জন্য কিছু নীতিমালাও ঠিক করে দিয়েছেন তিনি। বেশি বয়সের খেলোয়াড়েরা এই টুর্নামেন্টে খেলার অভিযোগের কথা জানিয়েছেন পিসিবির হাইপারফরম্যান্স দলের পরিচালক নাদিম খান। তাঁর দাবি, ‘বাহ্যিকভাবে দেখে নিশ্চিত হওয়া গেছে যে অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে কিছু বেশি বয়সের খেলোয়াড়ও খেলছে। নতুন করে বয়স যাচাইয়ের জন্য তাই টুর্নামেন্ট দুটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।’ 

বয়সের ব্যাপারে কড়াকড়ির কথা জানিয়ে নাদিম আরও বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের অভিভাবক সংস্থা হিসেবে বেশি বয়সের খেলোয়াড়দের এখানে খেলার অনুমতি দিতে পারে না পিসিবি। কেউ সিস্টেমের ফাঁক গলে অবৈধ সুবিধা নিতে পারবে না। এখানে শুধু যোগ্যরাই খেলবে।’ 

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ