হোম > খেলা > ক্রিকেট

বিধ্বংসী বোলিংয়ে ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ 

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই দুর্দান্ত মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বাধীন বাংলাদেশ। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সটাই যেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আজ টেনে নিয়ে এসেছে ভারতের বিপক্ষে সেমিফাইনালে। বাংলাদেশের আগুনে বোলিংয়ে ধুঁকছেন ভারতীয় ব্যাটাররা।

দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির দ্বিতীয় মাঠে টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক রাব্বি। ইনিংসের দ্বিতীয় বলেই ভেঙে যায় ভারত অনূর্ধ্ব-১৯ দলের উদ্বোধনী জুটি। ভারতীয় ওপেনার আদর্শ সিংকে এলবিডব্লু করেন বাংলাদেশের বাঁহাতি পেসার মারুফ মৃধা। ২ বলে ২ রান করেন আদর্শ। আদর্শের পর আরেক ওপেনার আরশিন কুলকার্নির উইকেটও তুলে নেন মারুফ। কুলকার্নি করেন ৬ বলে ১ রান। ভারতের দুই ওপেনারকে ফেরানোর পর দলটির অধিনায়ক উদয় সাহারানের উইকেটও নেন মারুফ। সপ্তম ওভারের তৃতীয় বলে সাহারানকে বাংলাদেশি উইকেটরক্ষক আশিকুর রহমান শিবলির ক্যাচে পরিণত করেন মারুফ। ১০ বল খেলেও কোনো রান করতে পারেননি সাহারান। মারুফের আগুনে বোলিংয়ে ভারতের স্কোর হয়ে যায় ৬.৩ ওভারে ৩ উইকেটে ১৩ রান।

দ্রুত ৩ উইকেট হারানো ভারতের ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আসেন শচীন ধাস। তিন নম্বরে নামা প্রিয়াংশু মুলিয়ার সঙ্গে শচীনের জুটিটা ভালোই এগোচ্ছিল। সেই জুটি বড় হওয়ার আগেই ভেঙে দেন রহনত দৌল্লাহ বর্ষণ। ১২তম ওভারের শেষ বলে শচীনকে বোল্ড করেন বর্ষণ। ২২ বলে ৩ চারে ১৬ রান করেন শচীন। ভারতের স্কোর হয়ে যায় ১২ ওভারে ৪ উইকেটে ৩৬ রান।

শচীনের পর প্রিয়াংশুকেও দ্রুত ফিরিয়েছেন বর্ষণ। ১৬তম ওভারের তৃতীয় বলে প্রিয়াংশুকে কট বিহাইন্ড করেন বর্ষণ। একই ওভারের পঞ্চম বলে আরেকটি উইকেট হারায় ভারত। উইকেটে আসতে না আসতেই রানআউট হয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার আরাভেল্লি অবনীশ। ২ বল খেলেও রানের খাতা খুলতে না পারা অবনীশকে রানআউট করেন বাংলাদেশ অধিনায়ক রাব্বি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ৬ উইকেটে ৬২ রান করেছে ভারত।

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড