হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে বাঁচানো সরফরাজই ‘সত্যিকারের চ্যাম্পিয়ন’

আট বছর পর টেস্টে সেঞ্চুরি করলেন সরফরাজ আহমেদ। সরফরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বেঁচে গেছে পাকিস্তানও। এমন সেঞ্চুরি করার পর প্রশংসায় ভাসছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। 

৩১৯ এর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮০ রান তুলতেই পাকিস্তান হারায় ৫ উইকেট। ষষ্ঠ উইকেটে সৌদ শাকিলের সঙ্গে ১২৩ রানের জুটি গড়েন সরফরাজ। টেস্টে চতুর্থ সেঞ্চুরি করেন সরফরাজ। এরপর সপ্তম উইকেটে আগা সালমানের সঙ্গে ৭০ রানের জুটি গড়েন সরফরাজ। শেষ পর্যন্ত ১৭৬ বলে ১১৮ রান করেন। 

এমন দুর্দান্ত সেঞ্চুরির পর সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন সরফরাজ। মোহাম্মদ আমির টুইট করেছেন, ‘অসাধারণ ইনিংস সরফরাজ আহমেদ। আপনি সত্যিকারের চ্যাম্পিয়ন।’ কামরান আকমল তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘কী দুর্দান্ত ব্যাটিং সরফরাজ আহমেদের। এই সেঞ্চুরিটা তাঁর প্রাপ্য।’ সরফরাজের এই প্রত্যাবর্তনকে দুর্দান্ত বলেছেন জুনাইদ খান। পাকিস্তানের এই পেসার টুইটারে লিখেছেন, ‘কী অসাধারণ প্রত্যাবর্তন। দুর্দান্ত সেঞ্চুরি।’ 

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দুর্দান্ত খেলেন সরফরাজ। ৪ ইনিংসে ৮৩.৭৫ গড়ে ৩৩৫ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। ৪টি ইনিংসেই ফিফটি করেছেন। দ্বিতীয় টেস্টে একই সঙ্গে ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কারও জিতলেন তিনি।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ