হোম > খেলা > ক্রিকেট

মুল্ডারের রেকর্ড গড়া টেস্ট ইনিংস ব্যবধানে জিতল প্রোটিয়ারা

ক্রীড়া ডেস্ক    

জিম্বাবুয়ের আরও এক উইকেটের পতন, আরও একবার উল্লাস প্রোটিয়া ফিল্ডারদের। ছবি: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট

উইয়ান মুল্ডারের রেকর্ড অপরাজিত ৩৬৭ রানের ইনিংস খেলার টেস্টে দক্ষিণ আফ্রিকা যে জিতবে সেটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। বুলাওয়ে টেস্টের তৃতীয় দিনেই ইনিংস ও ২৩৬ রানে জিতল সফরকারী প্রোটিয়ারা।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৬২৬/৫ (ডিক্লেয়ার) স্কোরের জবাবে টেস্টের দ্বিতীয় দিনেই ১৭০ রানে অলআউট হয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। ৪৫৬ রানে পিছিয়ে ফলোঅনে ব্যাট করে ১ উইকেট হারিয়ে তুলেছিল ৫১ রান। এদিনই পরিষ্কার হয়ে গিয়েছিল ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে জিম্বাবুয়ে। গতকাল দ্বিতীয় ইনিংসে ২২০ রান তুলে ইনিংস ও ২৩৬ রানে হেরেছে জিম্বাবুয়ে। ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেন নিক ওয়েলচ। ৪৯ রান আসে অধিনায়ক ক্রেগ আরভিনের ব্যাট থেকে।

বল হাতে সবচেয়ে সফল করবিন বোশ। ৩৮ রানে নিয়েছেন ৪ উইকেট। ৩টি উইকেট নিয়েছেন সেনুরান মুতুসামি।

দক্ষিণ আফ্রিকার হয়ে এই টেস্টে হার না মানা ৩৬৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক উইয়ান মুল্ডার। টেস্টে নেতৃত্বের অভিষেকে ১৪৮ বছরের ইতিহাসে এটাই ছিল কোনো অধিনায়কের প্রথম ট্রিপল সেঞ্চুরি। ইনিংস ঘোষণা না করে আরও কয়েক ওভার খেলা চালিয়ে গেলে হয়তো ব্রায়ান লারার সর্বোচ্চ ৪০০ রানের টেস্ট ইনিংসের রেকর্ডও ভেঙে দিতে পারতেন মুল্ডার। কিন্তু তাঁকে সম্মান দেখানোর জন্য লারার রেকর্ড ভাঙার কোনো চেষ্টাই করেননি মুল্ডার।

জাকির জানাজায় অঝোরে কাঁদলেন মুশফিক-শরিফুলরা

ব্যবসায় ক্ষতি, সিরিজ জিতেও খুশি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া

শোককে শক্তিতে পরিণত করে জিতল ঢাকা

কোচের মৃত্যুতে মন কাঁদছে সাকিব-তাসকিনদের

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ঢাকার কোচ

অস্ট্রেলিয়ায় ১৫ বছরের অপেক্ষা ফুরাল ইংল্যান্ডের

শান্ত হতে পারলেন না রিকেলটন

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা