হোম > খেলা > ক্রিকেট

গায়ানা থেকে মাহমুদউল্লাহ-মোস্তাফিজদের ঈদ শুভেচ্ছা

দেশের বাইরে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের অভিজ্ঞতা বাংলাদেশ দলের আগে থেকেই আছে। উইন্ডিজ সফরে থাকা ক্রিকেটারদের এবারের ঈদও পালন করতে হচ্ছে বিদেশ-বিভুঁইয়ে।

বাংলাদেশের ক্যারিবীয় সফরের শেষ পর্ব চলছে গায়ানায়। আগামীকাল সন্ধ্যায় সেখানে প্রথম ওয়ানডে খেলতে নামবেন তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদরা। 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ সেই গায়ানাতেও ঈদুল আজহা পালিত হচ্ছে। বাংলাদেশে হবে আগামীকাল। গায়ানার রাজধানী জর্জটাউনের সবচেয়ে বড় কুইন্সটাউন জামে মসজিদে ঈদের নামাজ পড়েছেন মাহমুদউল্লাহ-মোস্তাফিজুর রহমান-শরীফুল ইসলামরা। নামাজ শেষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো ভিডিও বার্তায় টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই দারুল সময় কাটাচ্ছেন। পরিবার ও সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন।’ 

বাঁ হাতি পেসার শরীফুল বলেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবাই পরিবার নিয়ে সুস্থ থেকে ঈদ পালন করুন। এটাই আমার চাওয়া। ধন্যবাদ।’ 

কাটার মাস্টার মোস্তাফিজ বলেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবাই পরিবার নিয়ে ঈদ উদ্‌যাপন করুন—এই আশা করি।’ 

এবারের উইন্ডিজ সফরে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও হেরেছে ২-০ ব্যবধানে। 

এই দুই সংস্করণে এমনিতেই কমজোরি বাংলাদেশ। সেসব ভুলে ঈদ-আনন্দে মেতে ওঠা ক্রিকেটাররা নিশ্চয়ই নিজেদের পছন্দের সংস্করণে ঘুরে দাঁড়াতে চাইবেন।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা