হোম > খেলা > ক্রিকেট

যুদ্ধ চললেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে চিন্তা করছে না পিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজে অংশ নিতে এ সপ্তাহের শুরুতে প্রস্তুতি শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু হঠাৎ করে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হওয়ায় শঙ্কার মুখে পড়ে গেছে পাকিস্তান সফর। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আশা, নির্ধারিত সময়েই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।

সূচি অনুযায়ী, আগামী ২১ মে বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে পাকিস্তানে যাওয়ার কথা। তবে চলমান উত্তেজনার কারণে পাকিস্তানের বিভিন্ন বিমানবন্দর কখনো কখনো বন্ধ করে দেওয়া হচ্ছে। তাতে স্বাভাবিক বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। পাকিস্তানি একাধিক গণমাধ্যমের তথ্যমতে, আজ স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত করাচি, শিয়ালকোট ও লাহোর বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। তবে সবশেষ খবর এখন আবার বিমান উড্ডয়ন চালু হয়েছে সীমিত পরিসরে।

এমন পরিস্থিতিতে পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও আশঙ্কার কিছু এখনই দেখছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা। স্থানীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘সিরিজের এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। তাই আমরা এখনই কোনো শঙ্কার কিছু দেখছি না। পিএসএল চলছে এবং এখনো এমন কোনো পরিস্থিতি হয়নি যাতে তা বন্ধ করতে হয়। আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী এবং নিয়মিত বোর্ড টু বোর্ড যোগাযোগ হচ্ছে।’

পিএসএলের চলমান পরিস্থিতি নিয়েও পিসিবি আত্মবিশ্বাসী। পিএসএল কর্তৃপক্ষ জানিয়েছে, টুর্নামেন্ট চলবে নির্ধারিত সূচি অনুযায়ী। এর মধ্যে ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটরসের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট ফিরেছে রাওয়ালপিন্ডিতে। আগামী তিন দিনে আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। প্রথম পর্বের শেষ ম্যাচটি হবে ১১ মে মুলতানে।

পরের ধাপে কোয়ালিফায়ার ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে ১৩ মে, আর এলিমিনেটর ও ফাইনাল ম্যাচগুলো হবে যথাক্রমে ১৪, ১৬ ও ১৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এদিকে পিএসএলে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব স্বাভাবিকভাবেই পড়েছে ক্রিকেটে। পিএসএল চলার মধ্যে তাই দুই দেশের চলমান সংঘাত নিয়ে আলাপ-আলোচনা চলছে। চলমান সংঘাতের মধ্যেই পরশু রাতে পিএসএল প্রধান সালমান নাসিরের সঙ্গে নৈশভোজে অংশ নেন তারা। পিসিবির মুখপাত্র আমির মির স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেন, ‘গত রাতে পিএসএল প্রধান সালমান নাসিরের সঙ্গে বিদেশি খেলোয়াড়দের নৈশভোজে গল্প-গুজবের মধ্যে স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতি উঠে এসেছে আলোচনায়। সীমান্তের দুই পাশে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হয়েছে, তবে আমরা মনে করছি না এর কোনো প্রভাব পিএসএলের ওপর পড়বে। তবে আল্লাহ না করুন, যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, তাহলে আমরা একসঙ্গে বসে পরবর্তী করণীয় ঠিক করব।’

এদিকে আজ দুপুরে পিএসএল–এর পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার নির্ধারিত ম্যাচের কয়েক ঘণ্টা আগে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের সংলগ্ন এলাকায় ড্রোন দুর্ঘটনার ঘটনা ঘটে। তবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ড্রোন হামলার অভিযোগ নিয়ে এখনো পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

সূত্র জানায়, একটি ড্রোন স্টেডিয়ামের পাশে একটি রেস্তোরাঁর ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে ভবনের আংশিক ক্ষতি হয়। ঘটনাস্থল ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। ড্রোনটি কোথা থেকে এসেছিল, সেটা নিয়ে তদন্ত চলছে। এতে কোনো বিস্ফোরক ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনায় আহত দুই সাধারণ নাগরিককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনার পর পিএসএলে আজকের পেশোয়ার জালমি-করাচি কিংস ম্যাচ বাতিল করা হয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘এ স্পোর্টস’ জানিয়েছে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো করাচিতে হবে বলে জানা গেছে।

আরব আমিরাতের বিপক্ষে ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই সিরিজ শেষে পাকিস্তানের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

তবে এখন বাংলাদেশের ক্রিকেটারদের ভাবনায় চলে এসেছে ভারত–পাকিস্তান সংঘাত ইস্যু। আজ যদিও বাংলাদেশ দল পূর্ব নির্ধারিত প্রস্তুতি নেয়নি। তবে ব্যক্তিগতভাবে তাওহীদ হৃদয় মিরপুরে জিম সেশনে অনুশীলন করেছেন।

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার