হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপে আত্মবিশ্বাসী পাকিস্তানকে দেখা যাবে—বাবরের বিশ্বাস

অস্ট্রেলিয়ায় অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলল বলে। তার আগে আজ নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল পাকিস্তান। বাবর আজম মনে করেন, এই (ত্রিদেশীয় সিরিজ) জয় বিশ্বকাপে পাকিস্তানকে প্রচণ্ড আত্মবিশ্বাসী করে তুলবে।

আজ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে  ফাইনালে পাকিস্তানকে ১৬৪ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। ৭৪ রানে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান কিছুটা বিপদে পড়েছিল ঠিকই। তবে চতুর্থ উইকেটে মোহাম্মদ নওয়াজ-হায়দার আলির ২৬ বলে ৫৬ রানের জুটি পাকিস্তানের জয়ে দারুণ অবদান রেখেছে। নওয়াজ-হায়দারকে তো বাবর প্রশংসায় ভাসিয়েছেনই, এমনকি শেষের ওভারগুলোতে সতীর্থদের দারুণ বোলিংয়ে মুগ্ধ পাকিস্তানের এই ওপেনার। পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘কৃতিত্ব পুরো দলের। বোলাররা শেষের ওভারগুলোতে দারুণ বোলিং করেছে।মিডল অর্ডার দারুণ খেলেছে। হায়দার ও নওয়াজ দুর্দান্ত ব্যাটিং করেছে। দারুণ আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছি।’

বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তানকে  নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচ হয়েছিল ক্রাইস্টচার্চে। স্বভাবতই উইকেট কিছুটা ধীরগতির ছিল। ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাবর। উইকেটের চরিত্র বুঝে এমন সিদ্ধান্ত নিলেন কি না, তাতে পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘টস নিয়ে আমাকে বিন্দুমাত্র ভাবতে হয়নি। উইকেট কিছুটা মন্থর ছিল।’

এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ টুয়ে খেলবে পাকিস্তান। ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ভারত ছাড়াও এই গ্রুপে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং প্রথম রাউন্ড পেরিয়ে আসা দুটো দলের বিপক্ষে খেলবে পাকিস্তান।

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’