হোম > খেলা > ক্রিকেট

হৃদয়দের বিপক্ষে সাকিবের ৯ বলে ৬ রান

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) প্রথম দুই ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। তাঁর দল গল টাইটানসও দুই ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে আছে। 

তবে পাল্লেকেলে নিজেদের তৃতীয় ম্যাচে বড় স্কোর দাঁড় করাতে পারেনি গল। জাফনা কিংসের বিপক্ষে আগে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করেছে তারা। দিমুথ ওয়েললাগে ঘূর্ণি জাদুতে গলের ব্যাটিং অর্ডার একাই ধসিয়ে দিয়েছেন। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে এই শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার শিকার করেছেন ৪ উইকেট। 

জাফনার বিপক্ষে ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন সাকিবও। ৯ বলে ৬ রান করে ফিরেছেন ড্রেসিংরুমে। এর আগের ম্যাচে ক্যান্ডির বিপক্ষে ব্যাটিংয়ে ৩০ ও বোলিংয়ে ১০ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন সাকিব। প্রথম ম্যাচে ডাম্বুলা আউরার বিপক্ষেও ছিলেন দুর্দান্ত। ১৪ বলে ২৩ রান করার পাশাপাশি ২৫ রান দিয়ে শিকার করেছেন ১ উইকেট। তবে আজ দলকে জেতাতে হলে বোলিংয়ে দারুণ কিছু করতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারের। 

আজ পাল্লেকেলে অধিনায়ক দাসুন শানাকা গলের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছেন। ইনিংসে মেরেছেন দুটি করে চার ও ছক্কা। শেভন ড্যানিয়েল ও লাসিথ ক্রুসপুলে ওপেনিং জুটিতে যোগ করেন ২৮ রান। ঝোড়ো শুরু করে ইনিংস বড় করতে পারেননি ক্রুসপুলে। ১২ বলে ১৯ রান করে আউট হন এই শ্রীলঙ্কান। 

এর পর ভানুকা রাজাপাকসে-সাকিবরা ফিরেছেন দ্রুত। তাতেই গলের ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড ভেঙে যায়। ড্যানিয়েল ২৫ ও মাঝে টিম সেফার্ট করেছেন ১৮ রান। বিপরীতে অনেক বলও হজম করেছেন দুজনে। শেষ পর্যন্ত স্কোরটা ১১৭ রানে থামে। এই ম্যাচ জিততে হলে ১১৮ রান করতে হবে তৌহিদ হৃদয়দের। জাফনার হয়ে দুর্দান্ত ফর্মে আছেন এই বাংলাদেশি ব্যাটার।

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট